বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাস শুরু হতে চলেছে খুব শিগগিরই। এই শ্রাবণ মাস জুড়ে ৭২ বছর পর একসঙ্গে ৪ গ্রহের বক্রী চাল হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। শ্রাবণে ৪ গ্রহের বক্রী চালের ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে সুফল পেতে পারেন। জ্যোতিষ গণনা বলছে, শ্রাবণে বুধ, শনি, কেতু, রাহুর একসঙ্গে উল্টো চালে গমন রয়েছে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি? দেখে নিন।
কর্কট
চার গ্রহের বক্রী হওয়া একাধিক রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী প্রমাণিত হতে পারে। বিবাহিতদের জন্য এই সময় দাম্পত্য সুখ চরমে থাকবে। অবিবাহিতরা বিয়ের কোনও প্রস্তাব পেতে পারেন। সামাজিক ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উচ্চতা ছুঁতে পারবেন অনেকে। ব্যবসায়িক দিক থেকে নানান ধরনের লাভ আসতে থাকবে। আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। এই সময় টাকা সেভ করতে পারেন। অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। অনেক ধরনের ইচ্ছাও পূরণ হবে।
বৃষ
বৃষ রাশির উল্টো চাল আপনাদের জন্য ইতিবাচক হতে পারে। আপনার আয়ে হু হু করে বৃদ্ধ হবে। পদোন্নতি ও টাকার বৃদ্ধি হতে পারে। আপনার সম্পর্কের দিক থেকেও এই সময় বেশ লাভদায়ী। কোনও সম্পর্ক শুরুর জন্য এই সময় বেশ অনুকূল থাকবে। আগের থেকে সম্পর্ক ভালোর দিকে যাবে। ব্যবসায়িক অংশীদারিত্বে লাভ হবে। বিবাহিত জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। আপনি এই সময় সমাজে জনপ্রিয়তা লাভ করবেন। এই সময় মান সম্মান আর প্রতিষ্ঠা প্রাপ্ত হবে।
মীন
এই সময়কাল নতুন কোনও পরিকল্পনা শুরুর জন্য ভালো সময়। কোনও দীর্ঘ ঋণ থেকে মুক্তি পাবেন এবার। কোনও নতুন পরিকল্পনা আপনাকে দেবে লাভ। প্রেম জীবনে আসবে মাধুর্য। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। ব্যবসায় বিস্তার আর আর্থিক লাভ আসবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা পেতে পারেন ভালো চাকরি। এই সময় আপনার ইচ্ছা পূরণ হতে পারে। কাজের জায়গায় কোনও প্রমোশন বা দায়িত্বপূর্ণ কাজ আসতে পারে কাঁধে। ব্যবসায় সাফল্য আসবে। সময়ের সঙ্গে সঙ্গে সাহস বৃদ্ধি হতে পারে এই সময়।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )