জ্যোতিষশাস্ত্রে শনিদেব ও বুধদেবের যুতি বেশ তাৎপর্যপূর্ণ। কর্মফলদাতা শনি একটি নির্দিষ্ট সময় পর পর নিজের রাশি পরিবর্তন করে। যার প্রভাব কোনও না কোনওভাবে সব রাশিতে পড়ে। এমনকি শনিদেব নির্দিষ্ট সময় পর পর নক্ষত্রও পাল্টে ফেলেন। তারও প্রভাব বহু রাশির জাতক জাতিকার জীবনে পড়ে। শনিদেব একটি নক্ষত্রে প্রায় ১ বছর থাকেন। ফলে সেই নক্ষত্রে আসতে ১২ মাস লেগে যায়। এদিকে, রাজকুমার বুধও একটি নক্ষত্রে নির্দিষ্ট সময় পর পর আসেন। এরইমধ্যে বুধ, পূর্বভাদ্রপদ নক্ষত্রে আসছেন। সেই নক্ষত্রেই রয়েছেন শনিদেব। তাঁদের যুতি বহু রাশির জাতক জাতিকার জীবনে বিস্তর প্রভাব ফেলে। দেখা যাক, লাকি কারা?
মেষ
এই যুতি একাদশতমভাবে হবে। এই রাশির জাতক জাতিকার চাকরিতে দাপট আরও বেশি মজবুত হবে। তবে সব দিক থেকে এই রাশির জাতক জাতিকারা বিপুল লাভের অধিকারী হবেন। ব্যবসায় খুবই লাভ হবে। শনিদেবের কৃপায় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনার বহু ইচ্ছা পূরণ হবে। বুধের কৃপায় আপনার বহু ইচ্ছা পূরণ হবে। আপনার বুদ্ধিমত্তার দিক থেকে সময় ভালো যাবে। ব্যবসা থেকে লাভ পাবেন। শনিদেবের কৃপায় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনার বহু ইচ্ছার পূরণ হবে। কোনও বড় সিদ্ধান্ত নিতে এবার সুবিধা হবে।
মিথুন
এই রাশির জাতক জাতিকারা বাস্তবিক দিক থেকে নানান সুখ সুবিধা পাবেন। সুখ সুবিধায় দ্রুত বৃদ্ধি হতে পারে। জীবনে নানান দিক থেকে আনন্দ আসতে পারে। কেরিয়ারের দিক থেকে বিপুল লাভ হবে। কোনও বড় প্রজেক্ট থেকে লাভ পেতে পারেন। রোজগারের রাস্তা খুলে যাবে। শিক্ষা ক্ষেত্র থেকে লাভ হবে। মানসিক চাপ থাকলে, তা থেকে মুক্তি পাবেন।
ধনু
সহকর্মী ও সিনিয়রদের সঙ্গে সময় ভালো কাটবে। এরসঙ্গেই আপনারা খুব সাফল্য পেতে পারেন। জীবনে কিছু একটা ভালো হতে পারে। ব্যবসার দিক থেকে কোনও কোথাও যাত্রা করতে পারেন। আপনার উদ্দেশ্য পূরণ হতে পারে। মুনাফার অঙ্কও উত্তোরোত্তর বাড়বে। প্রেম জীবন ভালোর দিকে যাবে। শিক্ষাক্ষেত্রের দিক থেকে সময় ভালো থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে যে ছাত্ররা রয়েছেন, তাঁরা সাফল্য পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।
কবে রয়েছে এই যুতি?
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ২২ ফেব্রুয়ারি সকাল ৯ টা ৫৩ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন বুধ। সেখানে শনিদেব আগে থেকেই রয়েছেন। এরফলে ৩ রাশিতেই বিপুল লাভ রয়েছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )