জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। আসন্ন ২০২৫ সালে শনিদেবের ঢাইয়া কেটে যাবে বহু রাশির ওপর থেকে। তারফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে শনিদেবের ক্রুর প্রভাব সরে যাবে। ২০২৫ সালে শনির গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। শনির গোচরের ফলে বহু রাশি শনিদেবের ঢাইয়ার প্রভাব থেকে বেরিয়ে সুখের মুখ দেখবেন। জীবনে উন্নতির রাস্তা আরও স্পষ্ট হবে। ২০২৫ সালে শনির গোচর ২ রাশিকে বিপুল লাভ দেবে। কারা হবেন লাকি? দেখে নিন।
কোন দুই রাশির ২০২৫ সাল থেকে ঢাইয়া থেকে হবে মুক্তি?
জ্যোতিষশাস্ত্রমতে, মীন রাশিতে প্রবেশের ফলে শনি এবার ঢাইয়া থেকে মুক্তি দেবেন কর্কট আর বৃশ্চিক রাশিকে। এই দুই রাশির জাতক জাতিকারা ২০২৫ সালে মুক্তি পাবেন শনির ঢাইয়া থেকে। এই রাশিগুলির ব্যপক লাভ হবে। উন্নতির রাস্তা তৈরি হবে।
কর্কট
২০২৫ সালে মীন রাশিতে শনি প্রবেশ করবেন। ফলে সেই সময়ই শনির ঢাইয়ার প্রভাব থেকে তাঁরা মুক্তি পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ধনসঞ্চয় করার ক্ষেত্রে আপনি লাভবান হবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পারিবারিক জীবন সুখময় হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সব কাজ পুরো হবে। সম্পর্কে মধুরতা তৈরি হবে, ব্যবসায় বিস্তার হবে।
বৃশ্চিক
মীন রাশিতে শনি আসার ফলে বৃশ্চিক রাশিতেও তার প্রভাব কমতে আরম্ভ করবে। এরফলে জাতকদের ধন সম্পত্তিতে লাভ হবে। নতুন বছরে বিনিয়োগের ভালো সুযোগ আসবে। পূর্বে বিনিয়োগ করার ফলে ভরপুর লাভ পাবেন। ব্যাবসায় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালের ২৯ মার্চ গ্রহ বিচারক শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন। শনিদেব মীন রাশিতে প্রবেশ করা মাত্রই বদলে যাবে ঢাইয়ার গণিত। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, শনি মীন রাশিতে যাওয়ার সাথে সাথে সিংহ ও ধনু রাশির জাতকদের উপর শনির প্রভাব শুরু হবে।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)