২০২৩ সালে একাধিক বড় রাশির গোচর রয়েছে। তারফলে বহু রাশির জাতক জাতিকাদের জীবনে তার প্রভাব পড়তে চলেছে। কর্মফলদাতা শনির গোচর রয়েছে ১৭ জানুয়ারি। পরবর্তীতে রয়েছে বৃহস্পতির গোচর। টানা এই গোটা সময়কাল অর্থাৎ বছরের প্রথমাংশে একাধিক রাশির সময় ভালো যেতে শুরু করবে।
1/5বৈদিক জ্যোতিষমতে সামনেই রয়েছে মকর সংক্রান্তি। এই বিশেষ সময়কালে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। তবে জ্যোতিষ মত বলছেন, এই সময়ে শনির গোচর থেকে পরবর্তীকালে বৃহস্পতির গোচর পর্যন্ত দারুন ভালো সময় কাটতে চলেছে বহু রাশির। দেখে নেওয়া যাক তার তারিখ, দিনক্ষণ।
2/5২০২৩ সালে একাধিক বড় রাশির গোচর রয়েছে। তারফলে বহু রাশির জাতক জাতিকাদের জীবনে তার প্রভাব পড়তে চলেছে। কর্মফলদাতা শনির গোচর রয়েছে ১৭ জানুয়ারি। পরবর্তীতে এপ্রিল মাসে রয়েছে বৃহস্পতির গোচর। টানা এই গোটা সময়কাল অর্থাৎ বছরের প্রথমাংশে একাধিক রাশির সময় ভালো যেতে শুরু করবে।
3/5ধনু- শনি আর গুরু বৃহস্পতির গোচরে শুভ ফল পেতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা। জমি, বাড়ি, গাড়ি কেনার যোগ রয়েছে এই সময়, বিলাসিতার বহু জিনিস কিনতে পারেন এই সময়কালে। পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন। কোনও সম্পত্তির বিবাদ থাকলে তা মিটিয়ে নিতে পারেন। চাকরিতে পরিশ্রম করলে মিলবে ফল। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে।
4/5কর্কট- আর্থিক দিক থেকে গুরু আর শনিগ্রহের পরিবর্তন খুবই লাভদায়ক হবে। ভৌতিক সুখ প্রাপ্তি হবে। কোনও পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার কর্মভাবে স্থিত হবেন। সমস্ত সুখ সাধনের জিনিস এই সময়ে কিনতে পারেন।
5/5তুলা-শনি আর গুরু গ্রহের যুতিতে তুলা রাশিতে লাভের বন্যা বয়ে যাবে। বিলাসিতায় ঠাসা জীবনযাপন আপনার ভাগ্যে এই সময় লেখা রয়েছে। ফলে আপনি তা পেতে চলেছেন। বাড়ি কিনতে পারেন এই সময়। সম্পত্তিতে বিনিয়োগ করে পেতে পারেন টাকা। বিদেশে পড়াশোনা করতে রাজি ছাত্ররাও পেতে পারেন সুবিধা। (এই তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলাষ): ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)