Shani Gochar 2023 Money Luck Horoscope: জ্যোতিষশাস্ত্রের জন্য জানুয়ারি মাসটা অত্যন্ত লাভজনক হতে চলেছে। দু'দিন পরেই শনির রাশি পরিবর্তন হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির গোচরের ফলে একাধিক রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন আসবে। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5দু'দিন পরেই শনির রাশি পরিবর্তন হতে চলেছে। আগামী মঙ্গলবার (১৭ জানুয়ারি) কুম্ভ রাশিতে গোচর হবে শনির। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৩০ বছর পরে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। তার ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন।
2/5বৃষ রাশি- শনির গোচরের ফলে বৃষ রাশির জাতকরা লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষ রাশির অধিপতি হলেন শুক্র গ্রহ। যা কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। যাঁরা চাকরি করেন, তাঁরা লাভের মুখ দেখবেন। আপনি যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করতে চলেছেন বৃষ রাশির জাতকরা।
3/5কর্কট রাশি- শনির রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতকরা লাভবান হবেন। শনির গোচরের ফলে কর্কট রাশির জাতকদের জীবনে উন্নতির যোগ তৈরি হতে চলেছে। কর্মক্ষেত্রে উচ্চপদ পাওয়ার প্রশস্ত হবে। কোনও সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5কন্যা রাশি- কন্যা রাশির জাতকদের পঞ্চম স্থানে শনির গোচর হতে চলেছে। যা ওই রাশির জাতকদের জীবনে উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জীবনে সাফল্যের যোগ তৈরি হচ্ছে। ব্যবসায় গতি আসবে। ব্যবসায়ীদের মুনাফা বৃদ্ধি পাবে।
5/5ধনু রাশি- শনির রাশির পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকদের উপর সাড়েসাতির প্রভাব কেটে যাবে। শনির গোচরের ফলে হংস রাজযোগ তৈরি হবে। যা ধনু রাশির জাতকদের উন্নতির পথ প্রশস্ত করবে। আচমকা অর্থলাভের যোগ আছে। শনির কৃপায় মান-সম্মান বৃদ্ধি পাবে। জীবনের সমস্যা কেটে যাবে। পরিশ্রমের দাম পাবেন।