বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনিদেব ও সূর্যের আলাদা মাহাত্ম্য রয়েছে। ১২ রাশির জীবনে সূর্যের প্রভাব যেমন গুরুত্বপূর্ণ, কেমনই শনিদেবের প্রভাবও এই রাশিগুলির জীবনে বেশ তাৎপর্যপূর্ণ। বর্তমানে শনি রয়েছেন কুম্ভে। আর আসন্ন ২৯ মার্চ তিনি কুম্ভ থেকে বের হয়ে মীনে প্রবেশ করবেন। এদিকে, মীন রাশিতেই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ওই একই তারিখে। একইসঙ্গে মীন রাশিতে সূর্যগ্রহণ আর শনি গোচরের ফলে বহু রাশিতে লাভ আসতে চলেছে। কারা হবেন লাকি? দেখে নিন রাশিফল।
বৃষ
আপনার অফিসে উচ্চ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। উন্নতি হতে পারে। আসতে পারে ধনলাভের যোগ। আপনার উন্নতিতে দারুন লাভ হবে। নতুন বন্ধু তৈরি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে সাফল্য় আসতে পারে। জীবনে দীর্ঘদিন ধরে চলা সমস্যা থেকে মুক্তি পাবেন এবার। আপনার বহু ধরনের ইচ্ছা পূরণ হতে পারে। ব্যবসায় দারুন মুনাফা পেতে পারেন। দীর্ঘ দূরত্বের যাত্রা করতে পারেন। আপনি একটি নিয়মানুবর্তিতা সম্পন্ন জীবন কাটাতে পারেন এই সময়। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে।
কর্কট
দীর্ঘ দিনের ঝুট ঝামেলা থেকে পাবেন মুক্তি। আস্তে আস্তে বহু চ্যালেঞ্জ পার করতে পারবেন। জীবনে ধীরে ধীরে কমবে নেতিবাচক প্রভাব। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে থাকবে। পরিবারের সঙ্গে কোনও সমস্যা চলতে থাকলে, তা থেকে পাবেন মুক্তি। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। শত্রুদের ওপর বিজয় ছিনিয়ে নিতে পারবেন। আয়ের নতুন রাস্তা খুলে যাবে।
কুম্ভ
সব ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারা অপার সাফল্য পাবেন। জীবনে চলা সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি আসবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আপনার কথায় অনেকে মুগ্ধ হবেন। যে সমস্ত দিক ছন্নছাড়া লাগছিল, তা একে একে ঠিক হবে। সঞ্চয়ও ভালো করতে পারবেন। শনির সাড়েসাতি আপনার জীবনে এবার শেষ পর্যায়ে। সব ক্ষেত্রে পাবেন সাফল্য। কোনও, গাড়ি, সম্পত্তির স্বপ্নপূরণ হতে পারে। পরিবার আর আত্নীয়দের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। জীবনে খুশি আসতে থাকবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্য়তা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )