Shani in Shatabhisha Nakshatra 2023: জ্যোতিষশাস্ত্রে শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন কর্মফলদাতা শনি। তার ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। তাঁরা সাফল্য লাভ করবেন। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5দোলের এক সপ্তাহ পরে রাহুর নক্ষত্র শতভিষায় প্রবেশ করতে চলেছেন শনিদেব। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে কর্মফলদাতা এবং ন্যায়ফলদাতা হিসেবে বিচেনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাহুর নক্ষত্রে শনির প্রবেশের ফলে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে উপকৃত হবেন।
2/5মেষ রাশি- শতভিষা নক্ষত্রে শনির প্রবেশের ফলে মেষ রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। বিনিয়োগের জন্য এটা ভালো সময়। শুভ খবর লাভ করবেন। যে মেষ রাশির জাতকরা এখন বিনিয়োগ করবেন, তাঁরাও লাভবান হবেন। যাঁরা চাকরি করেন, তাঁদের 'অ্যাপ্রাইজাল' ভালো হবে। বেতন বাড়বে। পদোন্নতির যোগও আছে।
3/5মিথুন রাশি- রাহুর নক্ষত্রে শনির প্রবেশের ফলে মিথুন রাশির জাতকদের শুভ খবর পাবেন। অর্থলাভের পথ প্রশস্ত হবে। কোনও কোনও মিথুন রাশি এখন যা কাজ করবেন, তার ফলে পরবর্তীতে বড়সড় সাফল্য লাভ করবেন। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে মিথুন রাশির জাতকদের।
4/5তুলা রাশি- শতভিষা নক্ষত্রে শনিদেবের প্রবেশের ফলে তুলা রাশির জাতকরা বিভিন্ন কাজে সাফল্য লাভ করবেন। মনের মতো ফল লাভ করবেন তুলা রাশির জাতকরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় সূর্যের মতো তুলা রাশির জাতকদের ভাগ্য চমকাবে।
5/5মীন রাশি- শতভিষা নক্ষত্রে শনি প্রবেশ করার ফলে মীন রাশির জাতকরা লাভবান হবেন। আর্থিক দিক থেকে লাভবান হবেন মীন রাশির জাতকরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চাকরির দিক থেকে উন্নতি হবে। বেতন বৃদ্ধির পথ প্রশস্ত হবে মীন রাশির জাতকরা।