বৈদিক জ্যোতিষমতে, ১৭ জানুয়ারি ২০২৩ সালে শনির মহাগোচর হতে চলেছে। এমন এক দিনে, শনির গোচরের ফলে একাধিক রাশিতে তার প্রবাব পড়তে চলেছে। কোন কোন রাশিতে শনির গোচরের প্রভাব পড়বে তা দেখে নেওয়া যাক।
1/14বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, ২০২৩ সালের সবচেয়ে বড় রাশি পরিবর্তন ঘটতে চলেছে ১৭ জানুয়ারি। ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির পর থেকে সময়ে সামান্য পরিবর্তন আসতে চলেছে। মকর সংক্রান্তির দিন একাধিক গ্রহের রাশি পরিবর্তন ঘটছে। অন্যদিকে, শনির একটি বড় গোচর ঘটতে চলেছে মকর সংক্রান্তির পর।
2/14বৈদিক জ্যোতিষমতে, ১৭ জানুয়ারি ২০২৩ সালে শনির মহাগোচর হতে চলেছে। এমন এক দিনে, শনির গোচরের ফলে একাধিক রাশিতে তার প্রবাব পড়তে চলেছে। কোন কোন রাশিতে শনির গোচরের প্রভাব পড়বে তা দেখে নেওয়া যাক।
3/14মেষ- চাকরি বা ব্যবসা সংক্রান্ত কোনও সামাজিক সমারোহে উপস্থিত থাকতে পারেন। আপনার নেতৃত্বে অনেকেই উপকৃত হবেন। ভালোয় মন্দয় কাটবে দিন।
4/14বৃষ- নিজের জিনিসের খেয়াল রাখুন। কোনও মতেই অন্যের কথায় কান দেবেন না। নিজের অর্থ সম্পত্তির আকাঙ্খা পুরণের সেরা সময় এইটি। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
5/14মিথুন- অবাস্তব ধারণা নিয়ে জীবন এগোতে গেলে ফেঁসে যাবেন। কোনও বিষয়ে বিচার করতে গেলে সমস্যা হতে পারে। ভেবে চিন্তা করে পদক্ষেপ করুন।
6/14কর্কট-কোনও চ্যালেঞ্জিং কাজ আসতে পারে। তা মন দিয়ে ভেবে চিন্তা রে করে ফেলুন। দায়িত্ব কাঁধে নিয়ে করুন কাজ। ক্রোধ, হতাশা বা চালাকির দ্বারা কোনও কাজে হাত দেবেন না।
7/14সিংহ- সামাজিক কোনও জায়গা থেকে পেতে পারেন সাফল্য। রোম্যান্টিক দিক থেকে সময় ভালো কাটবে। পাবেন সঙ্গীর সমর্থন সব কাজে। সব কাজ ভেবে চিব্তা করে তবেই সিদ্ধান্ত নিয়ে এগোন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)
8/14কন্যা - স্বাস্থ্যের যত্ন নিন। যে কাজ হাতে নেবেন তার গভীর পর্যন্ত যান। তাতেই পেতে পারেন সাফল্য। আশপাশের দুনিয়াকে আরও ভালো করে তোলার জন্য করুন নতুন চেষ্টা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
9/14তুলা- আপনার ব্যক্তিত্ব আপনাকে কোনও চ্যালেঞ্জ পার করতে সমর্থ করবে। এই সময় কোনও ইতিবাচক দিকে অংশ নিতে পারবেন। কোনও হইহই করার জায়গায় নিজেকে আনন্দে ডুবিয়ে দিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
10/14বৃশ্চিক- নিজের আনন্দ কীসে পাবেন তার দিকে খেয়াল রাখুনষ নিজের ঘর পরিবারের দিকে খেয়াল রাখুন। বড়দের সম্মান করে তবেই নিদের জীবনের মূল সিদ্ধান্তগুলি নিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
11/14ধনু- কারোর সঙ্গে কথা বলতে গেলে ভালো করে সেদিকে লক্ষ্য রাখুন। নিজের মনের কথা বলতে গেলে কাউকে খুলে বলুন। মুখে কথা বলে মেনর গভীর প্রকাশ না করতে পারলেও. তা লিখে বা অন্য মাধ্যমে বলাটা দরকার।
12/14মকর- জীহনযাপনের ধরন পাল্টে ফেলুন। আগের থেকে নিজের মধ্যে পরিবর্তন আসলে এই সময়ে সব দিক থেকে সময় ভালো কাটবে। দায়িত্ব থেকে সরবেন না, দায়িত্বই আপনাকে সাফল্যের রাস্তা দেখাবে।
13/14কুম্ভ- বাইরের দুনিয়াটা চিনে নিয়ে তবে নজর রাখুন নিজের ভিতরে। আপনি কী করতে পারেন, আর আপনার কী করা উচিত, তা নিয়ে থাকতে পারে বিস্তর ফারাক। সেই দিক থেকে হোন সতর্ক।
14/14মীন-যে কাজটাই করতে যাবেন, তাতে ধৈর্য ধরে এগোনো জরুরি। পরিবর্তন করে স্বীকার করে নিন। মন থেকে রাগ, দুঃখ সরিয়ে নিন, নয়তো পড়ে যাবেন মহা বিপদে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা। )