জ্যোতিষশাস্ত্র অনুসারে ন্যায়ের দেবতা শনিদেব। আর তাঁর অবস্থান জ্যোতিষশাস্ত্রে বেশ গুরুত্বপূর্ণ। শনির গমন ধীর গতিতে হয়। শনি রাশি পরিবর্তন করলেই তার প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ে। শনির সামান্য এগোনে, পিছনোতেই বিপুল প্রভাব পড়ে জনমানসে। ন্যায়ের দেবতা, কর্মফলদাতা শনি এবার নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে মার্গী হতে চলেছেন। আর তা ১৫ নভেম্বর থেকে হচ্ছেন। শনির মার্গী হতেই বহু রাশির উপর সুপ্রভাব এনে দেবে। কোনও কোনও রাশি আবার কুপ্রভাবের শিকার হবেন। কারা লাকি দেখা যাক।
মেষ
কুম্ভে শনির মার্গী অবস্থার ফলে মেষ রাশির ভাগ্য খুলতে চলেছে। কেরিয়ারে ব্যাপক উন্নতি হবে। ব্যবসায় উন্নতি হবে। আত্মবিশ্বাস বাড়বে। ভাগ্য ভালোর দিকে যাবে। ধন সম্পত্তি ও সুখের মুখ দেখবেন।
( অতীন ঘোষের ঘরের পর আজও কলকাতা পুরসভায় ফের সাপ! এই প্রাণীকে আচমকা দেখলে কী করণীয়? দেখে নিন)
বৃষ
টাকা আসার ফলে ঘরে সুখ শান্তি থাকবে। ভীষণ আনন্দে দিন কাটবে। লাভের সুযোগ পাবেন। ভাগ্যের সঙ্গত সব দিক থেকে পাবেন। চাকরিতে নতুন নতুন সুযোগ পাবেন। কোনও প্রকল্পের হাত ধরে আপনি লাভ পাবেন। মোটা টাকা জমাতে পারবেন।
মিথুন
১৫ নভেম্বরের পর থেকে ভাগ্যেক চাকা ঘুরবে। সব কাজে সাফল্য পাবেন। সব ধরনের ইচ্ছা পূরণ হবে। সাফল্য পাবেন সব দিক দিয়ে। আপনার জন্য সৌভাগ্যের দরজা খুলে যাবে। উচ্চ শিক্ষায় ইচ্ছুক ছাত্রদের ইচ্ছা পূরণ হবে।
কন্যা
আসন্ন সময় আপনার জন্য খুবই সুখের হবে। চাকরি ও ব্যবসায় ব্যাপক লাভ হবে। আপনার শত্রুদের হার হবে। ব্যবসায় আপনার প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে আপনি সমর্থ হবেন। শনি মার্গী হতেই আর্থিক স্থিতি আগের থেকে ভালো হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে মজবুত।
তুলা
সন্তানের তরফে ভালো কিছু পাবেন। সুখবর শুনতে পারেন অনেক কিছু। নতুন যোজনা এবার সফল হবে। আয়ের রাস্তা আরও প্রশস্ত হবে। সব কাজে ভাগ্যের প্রবল সমর্থন পাবেন।
ধনু
ধনু রাশির জন্য এই মার্গী শনি ভালো সময় নিয়ে আসবে। সাহস আর পরামক্রমে এই সময় বৃদ্ধি দেখতে পাবেন। আর্থিক দিক থেকে আসন্ন সময় দারুন ভালো হবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। ভালো পরিমাণে টাকা রোজগার করতে পারবেন।
মকর
আপনার কাজে অফিসে অনেকেই সন্তুষ্ট থাকবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। নিজের কোনও ব্যবসা শুরু করতে পারেন। পরিবারে শান্তি বজায় থাকবে। সংসারে সকলের মধ্যে সম্পর্ক ভালো থাকবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)