জ্যোতিষমতে শনিদেবের প্রভাব ব্যাপক রয়েছে রাশিফলের ওপর। শনি দেবের অবস্থানের ওপর নির্ভর করে বহু রাশির জাতক জাতিকার অবস্থান। বহু রাশিরই স্বামী গ্রহ শনি। আবার গোচরের ফলে বহু রাশিতে প্রবেশ করেন শনিদেব। এমতাবস্থায় ২০২৫ সালে একাধিক রাশির উপর শনিদেব প্রভাব ফেলতে চলেছেন। বলা হচ্ছে, শনির সাড়েসাতি, ঢাইয়ার প্রভাব বহু রাশিতে পড়তে চলেছে।
শনির সাড়েসাতি ২০২৫:
শনিদেব যখনই নিজের রাশি বদল করে, তখনই তার প্রভাব সব রাশিতে পড়ে। ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করবে শনি। এটি গুরুর রাশি। এরফলে মকর রাশির উপর শনির শেষ পর্যায়ের সাড়েসাতি যেটি চলছে, তা শেষ হবে। রাশি মুক্তি পাবে। ২০২৫ সালে শনি মীনে প্রবেশ করতেই মেষ রাশির উপর সাড়েসাতির প্রথম ধাপ তৈরি হবে। এছাড়াও মীন রাশি ও কুম্ভ রাশির উপর যেমন শনির সাড়েসাতি চলছে, তেমনই চলবে। ২০২৫ সালে কুম্ভ, মীন, মেষ রাশিতে শনির সাড়েসাতি চলবে। সব কাজে দুর্ভাগ্য বারবার বাধা প্রদান করবে। ধন লাভের সুযোগ সীমীত হবে। চাকরিতে ভালো সুযোগ নষ্ট হবে, কোনও কোনও কাজে চেষ্টা করেও সাফল্য মিলবে না।
সাড়ে সাতি থেকে মুক্তির উপায়:-
শনির সাড়ে সাতি থেকে মুক্তির উপায় নিয়ে যে টোটকা বলা হচ্ছে, তা দেখা যাক। খাবারে কালো ছোলা, গুড় খান। সঙ্গে সরষের তেল খান। লোহার আংটি সঙ্গে রাখতে পারেন। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যান। শনির সাড়ে সাতি থেকে বাঁচতে শনির মন্ত্র ওম শন শনাইশ্চরায় নমঃ মন্ত্র খুব উপকারী বলে মনে করা হয়। প্রতিদিন এই মন্ত্রটি জপ করলে শনির সাড়ে সাতির নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে। শনিদেব কালো তিল খুব পছন্দ করেন। এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার কালো তিল দান করলে শনির মহাদশা ও সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার শনি পুজো করলে শনির মহাদশা থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার হনুমান চল্লিশা পাঠ করা সাড়ে সাতির অশুভ প্রভাব দূর করার জন্য একটি নিশ্চিত উপায় হিসাবে বিবেচিত হয়। হনুমান চল্লিশা পাঠ শনির নানান ঝামেলা থেকে মুক্তি দেয়।