Shani shining till 17th October: আপাতত শতভিষা নক্ষত্রে অবস্থান করছেন শনিদেব। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ মর্যাদা দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শতভিষা নক্ষত্রে শনির অবস্থানের ফলে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত রাজার মতো জীবন কাটাবেন পাঁচটি রাশির জাতকরা। কাদের সময় ভালো কাটবে, তা দেখে নিন-
1/6ইতিমধ্যে শতভিষা নক্ষত্রের প্রথম চরণে প্রবেশ করেছেন শনিদেব। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যতদিন শতভিষা নক্ষত্রে থাকবেন শনিদেব, ততদিন একাধিক রাশির জাতকদের ভাগ্য অত্যন্ত ভালো থাকবে। তাঁদের জীবনে সমস্যার লেশমাত্র থাকবে না।
2/6মেষ রাশি- যতদিন শতভিষা নক্ষত্রে থাকবেন শনি, ততদিন মেষ রাশির জাতকরা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। শিক্ষা সংক্রান্ত কাজে সাফল্য লাভ করবেন। চাকরিতে কোনও বন্ধুর সহযোগিতা মিলবে। তুলনামূলকভাবে খরচ কম থাকবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। ব্যবসার অবস্থা মজবুত হবে। বাবার সহযোগিতা লাভ করবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে।
3/6মিথুন রাশি- শতভিষা নক্ষত্রে শনির অবস্থানের ফলে মিথুন রাশির জাতকদের ধনপ্রাপ্তির যোগ থাকবে। আকস্মিক অর্থলাভ হতে পারে। আয় বৃদ্ধি পাবে। শিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজে সুখবর মিলবে। চাকরিতে উন্নতির সুযোগ পাবেন। সেই সুযোগ লাগাতে পারলে বেতন বৃদ্ধি পাবে। ব্যবসার অবস্থার অনেক ভালো হয়ে যাবে। জীবনের নানা ক্ষেত্রে লাভের যোগ তৈরি হবে।
4/6কর্কট রাশি- শতভিষা নক্ষত্রে শনি থাকার ফলে ১৭ অক্টোবর পর্যন্ত আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন কর্কট রাশির জাতকরা। পৈতৃক সম্পত্তি থেকে হাতে কোনও টাকা আসতে পারে। শিক্ষার সঙ্গে যুক্ত থাকলে এটা অনুকূল সময় হতে চলেছে। আয় বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতকদের। ধনপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। ব্যবসায় নয়া কোনও পদক্ষেপ ফেলবেন, যাতে সাফল্যের মুখ দেখবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/6সিংহ রাশি- ১৭ অক্টোবর পর্যন্ত শনির আশীর্বাদে মন প্রসন্ন থাকবে সিংহ রাশির জাতকদের। আয় বৃদ্ধির পথ তৈরি হবে। নয়া পথের সন্ধান পাবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শতভিষার নক্ষত্রে শনি থাকার ফলে শিক্ষাগত ক্ষেত্রে ইতিবাচক খবর পাবেন। চাকরিতে উন্নতি হতে চলেছে। যে কোনও সমস্যা কেটে যাবে সিংহ রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
6/6ধনু রাশি- শনির আশীর্বাদে ব্যবসায় লাভের যোগ তৈরি হবে। চাকরিতে ধনু রাশির জাতকদের উন্নতির যথেষ্ট সুযোগ মিলবে। সেই সুযোগ কাজে লাগাতে পারলেই কেল্লাফতে হবে। যাঁরা শিক্ষা সংক্রান্ত কাজে জড়িত, তাঁরা অত্যন্ত ভালো ফল লাভ করবেন। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে। সম্পর্কে মাধুর্য আসবে। ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে।