বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি ও শুক্রের বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই দুই গ্রহ এবার অর্ধকেন্দ্র যোগ তৈরি করতে চলেছে। শনিকে জ্যোতিষশাস্ত্রমতে ক্রুর গ্রহ বলে মনে করা হয়। তিনি ন্যায়ের দেবতা। তিনি কর্মফলদাতা। অন্যদিকে, শুক্র, সুখ,সম্পত্তি, ধন, বিলাস, মান সম্মান, আকর্ষণের কারক। তবে দুই গ্রহ একে অপরের বন্ধু। শুক্র ভাগ্যের কারক ও শনি ন্যায়ের দেবতা। বর্তমানে শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে বিরাজ করছে। শুক্র বিরাজ করছে মকরে। এই পরিস্থিতিতে এই দুই রাশি, অর্ধকেন্দ্র যোগ তৈরি করতে চলেছে।
কবে রয়েছে এই অর্ধকেন্দ্র যোগ:- ২০২৪ সালের ৫ ডিসেম্বর, শুক্র ও শনির রাশি ৭ টা ৭ মিনিটে ৪৫ ডিগ্রিতে একে অপরের সঙ্গে অবস্থান করবে। তারফলে অর্ধকেন্দ্র যোগ তৈরি হবে। যা খুবই শুভ বলে মনে করা হয়।
মেষ
এই রাশির জাতক জাতিকারা সমস্ত সব ক্ষেত্রে সাফল্য পাবেন। আর এই সফল্যের সঙ্গে তাঁরা খুবই সম্পত্তি, টাকা পয়সা রোজগার করবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা এই সময় হাতে পাবেন। এই সময় ধনলাভের যোগ তৈরি হবে। ভাগ্যের পুরো সমর্থন পাবেন। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। এতেও পাবেন সাফল্য। ব্যবসার ক্ষেত্রেও আপনি পাবেন খুব লাভ। ব্যবসার সূত্রে কোথাও যেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। সঞ্চয় করতে পারবেন।
কন্যা
দীর্ঘদিন ধরে যে চেষ্টা করেছেন, তার থেকে পাবেন লাভ। এতে সাফল্য পেতে পারেন। চাকরির ভালো সুযোগ পাবেন। হাতে আসতে থাকবে টাকা। ব্যবসায় খুবই মুনাফা হবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। প্রেম জীবন ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপিত হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
মকর
এই রাশির জাতক জাতিকার উপর শুক্র বিশেষ কৃপা করবেন। এই সময় ঋণ পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। শুক্রের কৃপা থাকার ফলে কোথাও যাত্রা করতে পারবেন। কেরিয়ারের দিক থেকে খুবই লাভ পাবেন। পরিশ্রম করে আপনি পাবেন সাফল্য। এরসঙ্গেই বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায় আপনি খুবই লাভ পাবেন। ভাগ্যের দিক থেকে বহু লাভ আপনি পাবেন। আপনি খুবই ধনলাভ করতে পারবেন। সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )