তিরিশ বছর পরে নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছেন শনি গ্রহ। আগামী ২৯ এপ্রিল (শুক্রবার) প্রবেশ করবেন কুম্ভ রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির রাশি পরিবর্তনের ফলে প্রতিটি রাশির জীবনেই গভীর প্রভাব পড়ে। মানুষের জীবনে দাগ কেটে যায়।
জ্যোতিষীদের মতে, কুম্ভ রাশিতে শনির প্রবেশের ফলে ধনু রাশির জাতকরা শনির সাড়েসাতি থেকে মুক্তি পাবেন। আবার মীন রাশির জাতকদের উপর শনির সাড়েসাতি শুরু হবে। মিথুন এবং তুলা রাশির জাতকরা শনির ঢাইয়ার থেকে মুক্তি পাবেন। কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকদের জীবনে শুরু হবে শনির ঢাইয়া। মকর রাশির সাড়েসাতি একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির একটি রাশি পরিবর্তনের ক্ষেত্রে আড়াই বছর লাগে। সেভাবে পুরো চক্র ঘুরতে শনির ৩০ বছর লেগে থাকে।
আরও পড়ুন: মেষে ত্রিগ্রহী যোগ, দুশ্চিন্তা ও আর্থিক লোকসান বাড়বে এই ৩ রাশির জাতকদের
দুটি দফায় কুম্ভে প্রবেশ
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দুটি দফায় কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি। প্রথমে ২৯ এপ্রিল থেকে আগামী ৪ জুন পর্যন্ত কুম্ভ রাশিতে মার্গী এবং ৪ জুন থেকে আগামী ১২ জুলাই পর্যন্ত বক্রি অবস্থায় থাকবেন। বক্রি অবস্থা শেষ হওয়ার পরে (১৩ জুলাই) ফের মকর রাশিতে ফিরবেন শনি। আগামী বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত মকর রাশিতে থাকবেন। তারপর ফের কুম্ভ রাশিতে প্রবেশ করবেন শনি। সেখানেই থাকবেন ২০১৫ সালের ২৯ মার্চ পর্যন্ত।
কোন রাশির জাতকদের উপর কী প্রভাব পড়বে?
- মেষ রাশি- মান-সম্মান বাড়বে। আয়ের নয়া দিগন্ত উন্মোচিত হবে।
- বৃষ রাশি- গাড়ি বা বাড়ি কিনতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করেন।
- মিথুন রাশি- অন্য কোথাও স্থানান্তরিত হতে পারেন। লড়াইয়ের পর মিলবে সাফল্য।
- কর্কট রাশি- উলটো-পালটা কারণে খরচ বাড়বে। স্বামী বা স্ত্রী'র শরীর খারাপ হতে পারে।
- সিংহ রাশি- আর্থিক দিক থেকে উন্নতি হবে। অংশীদারিত্বের ব্যবসায় লাভবান হবেন।
- কন্যা রাশি- চাকরির যোগ আছে। আর্থিক সংকট কেটে যাবে।
- তুলা রাশি- গাড়ি বা বাড়ি কিনতে পারেন। আপনার জীবনে সন্তান আসতে পারে।
- বৃশ্চিক রাশি- মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
- ধনু রাশি- ভাগ্যের সহায়তা লাভ করবেন। আর্থিক অবস্থা ভালো হবে।
- মকর রাশি- সঞ্চিত অর্থ বাড়বে। ধারদেনা থেকে মুক্তি পাবেন।
- কুম্ভ রাশি- স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূরে হবে। পদোন্নতির যোগ আছে।
- মীন রাশি- মানসিক চাপ এবং লড়াইয়ের পর পাবেন সাফ্য।