আসন্ন সময়ে শতভিষা নক্ষত্রে ৩০ বছর পর প্রবেশ করথেন শনিদেব। জ্যোতিষ মতে এই সময়ে রাহুর সঙ্গে মিত্রতা হতে শুরু করবে শনিদেবের। এই কারণে শনিদেবের নক্ষত্র পরিবর্তনের প্রভাবে বহু রাশি হবে লাভবান। ধন দৌলত ও আর্থিক উন্নতির যোগ কোন কোন রাশির উপর পড়বে দেখে নেওয়া যাক।
1/6বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহরা সময়ে সময়ে পরিবর্তন করে নিজের অবস্থান। যার প্রভাবে একাধিক রাশিতে শুভ অশুভ সময়ের শুরু হয়ে যায়। এদিকে, শনি হলেন কর্মফল ও ন্যায়ের দেবতা। ফলে তাঁর কৃপায় বহু রাশির জাতক জাতিকারা উপকৃত যেমন হন , তেমনই অনেকের জীবনেই আসে ক্ষতির মেঘ। আসন্ন সময়ে ৩০ বছর পর শনির এক অবস্থান বদলের জেরে ৩ রাশি হবে উপকৃত। (HT_PRINT)
2/6আসন্ন সময়ে শতভিষা নক্ষত্রে ৩০ বছর পর প্রবেশ করথেন শনিদেব। জ্যোতিষ মতে এই সময়ে রাহুর সঙ্গে মিত্রতা হতে শুরু করবে শনিদেবের। এই কারণে শনিদেবের নক্ষত্র পরিবর্তনের প্রভাবে বহু রাশি হবে লাভবান। ধন দৌলত ও আর্থিক উন্নতির যোগ কোন কোন রাশির উপর পড়বে দেখে নেওয়া যাক। (HT_PRINT)
3/6মিথুন- আপনাদের জন্য শনির নক্ষত্রে পরিবর্তন খুবই লাভদায়ক হতে পারে। ব্যবসায়ে এই সময় পাবেন উপকার। যাঁদের বিদেশ যাত্রার ইচ্ছে রয়েছে, তাঁদের ইচ্ছা পূরণ হবে। ধার্মিক কর্মে আপনার আস্থা বৃদ্ধি হবে। বিদেশী সংস্থার সঙ্গে কোনও পুরনো ডিল করার থাকলে তা পূরণ হবে। (HT_PRINT)
4/6সিংহ- শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে অংশিদারির ব্যবসায় আসবে সাফল্য। দাম্পত্য জীবনে আসবে জোরালো রোম্যান্স। সম্পর্ক হবে মজবুত। কর্মস্থানে দারুন ভলো সাফল্য পেতে আরম্ভ করবেন। ব্যবসায় ভালো পেমেন্ট আসতে শুরু করবে। অবিবাহিতরা পেতে পারেন লাভ।( ছবিটি প্রতীকী-সৌজন্য ফেসবুক) (HT_PRINT)
5/6মকর- শনির নক্ষত্র পরিবর্তনের ফলে লাভবান হতে চলেছেন আপনারা। আকস্মিক ধনলাভ হতে থাকবে এই সময়ে। পৈতৃক সম্পত্তি থেকে পেতে পারেন লাভ। কর্মসংস্থানের অভাবে যাঁরা রয়েছেন, তাঁরা পেতে পারেন চাকরি। বহু দিনের স্বাস্থ্য জটিলতা কমবে। কর্মস্থানে রয়েছে উন্নতির যোগ। আইন আদালতের মামলায় আপনি পাবেন লাভ। প্রতীকী ছবি (HT_PRINT)
6/6কবে শনির নক্ষত্র পরিবর্তন- আসন্ন ১৫ মার্চ শনি নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে শতভিষা নক্ষত্রে। তার জেরে ৩০ বছর পর এক বিরল জ্যোতিষ সম্পর্কিত ঘটনা দেখা যেতে চলেছে। এতে লাভবান হবেন বহু রাশির জাতক জাতিকারা। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা) (HT_PRINT)