৯ মার্চ শনিগ্রহের উদয় হওয়ার পর শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে। এই রাজযোগের প্রভাব সমস্ত রাশিতে পড়তে চলেছে। ১২ রাশিতেই অল্প বিস্তর এই রাজযোগের প্রভাব পড়লেও ৩ টি বিশেষ রাশিতে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে সৌভাগ্যের অধিকারী হয়েছে।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহই কোনও না কোনও সময়ের পর নিজের রাশি পাল্টে নেয়। আর তার ফলে বিভিন্ন শুভ ও অশুভ রাজযোগ তৈরি হয়। যার প্রভাব মানজীবনে পড়তে থাকে। ইতিমধ্যেই ৯ মার্চ শনির উদয় হয়ে গিয়েছে। আর তার প্রভাব বিভিন্ন রাশিতে পড়তে চলেছে।
2/5৯ মার্চ শনিগ্রহের উদয় হওয়ার পর শশ মহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে। এই রাজযোগের প্রভাব সমস্ত রাশিতে পড়তে চলেছে। ১২ রাশিতেই অল্প বিস্তর এই রাজযোগের প্রভাব পড়লেও ৩ টি বিশেষ রাশিতে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে সৌভাগ্যের অধিকারী হয়েছে।
3/5কুম্ভ-শশ মহাপুরুষ যোগের ফলে এই সময়কালে সমস্ত দিক থেকে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর উন্নতি চোখের সামনে দেখতে পাবেন। ব্যবসায় কোনও চুক্তি হতে পারে, তাতে উন্নতি হবে। এই সময়কালে আপনার পেশাগত জীবনে উন্নতি দেখা যাবে। অবিবাহিতদের বিয়ে হতে পারে।
4/5মেষ- শনিদেবের উদয়ে মেষ রাশির জাতক জাতিকারা খুবই লাভবান হবেন। এই সময় রোদগার ভালো হবে। আচমকা কোথাও থেকে পেয়ে যেতে পারেন টাকা কড়ি। এই রাজযোগ আশীর্বাদ স্বরূপ হবে। বিনিয়োগের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা হবেন লাভবান।
5/5সিংহ- শশ মহাপুরুষ যোগ আপনাদের জন্য খুবই লাভ দেবে। অংশিদারির কাজে ও বৈবাহিক জীবনে অপার উন্নতি দেখতে পাবেন। দাম্পত্য প্রেম আগের থেকে অনেকটাই উন্নতির দিকে যাবে। অবিবাহিত যাঁরা তাঁদের বিয়ের যোগ তুঙ্গে থাকবে। চাকরিতে পদোন্নতি হবে। কর্মস্থলে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)