Shani Uday ahead of Holi 2023: আগামী ৬ মার্চ উদিত হতে চলেছেন শনিদেব। আপাতত শনিদেব কুম্ভ রাশিতেই অবস্থান করছেন। দোলযাত্রার ঠিক আগেই ওই গ্রহতেই অস্ত যাবেন। তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। কোন কোন রাশির জাতকদের ভাগ্য সুপ্রসন্ন হবে, তা দেখে নিন -
1/6জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলে বিবেচনা করা হয়। যেহেতু শনিদেবের প্রভাবে বিভিন্ন রাশির জাতকরা নিজেদের কর্ম অনুযায়ী ফলভোগ করেন, তাই শনির প্রভাবে অনেকের জীবনে অশুভ প্রভাব পড়ে। তবে শনির কারণে মানুষের জীবনে যে শুধু অশুভ প্রভাব পড়ে, তেমন নয়। শনির প্রভাবে একাধিক রাশির জাতকদের জীবনে শুভ সময় শুরু হয়।
2/6বৃষ রাশি- শনির উদয়ের ফলে বৃষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার কারণে বিদেশে যাওয়ার যোগ তৈরি হতে পারে। মনে শান্তি থাকবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। যেখানে চাকরি করছেন, সেখানে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। পরিবারিক জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6বৃষ রাশি- শনির উদয়ের ফলে বৃষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার কারণে বিদেশে যাওয়ার যোগ তৈরি হতে পারে। মনে শান্তি থাকবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে। যেখানে চাকরি করছেন, সেখানে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। পরিবারিক জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
4/6মিথুন রাশি- কুম্ভ রাশিতে শনি উদিত হওয়ার ফলে মিথুন রাশির জাতকদের অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। আয় বাড়বে। চাকরিতে অগ্রগতি হতে চলেছে। মায়ের থেকে অর্থলাভ করবেন মিথুন রাশির জাতকরা। পারিবারিক জীবন সুখকর হবে। মিথুন রাশির জাতকদের পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।
5/6কন্যা রাশি- মার্চে শনি উচিত হওয়ার ফলে কন্যা রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। মানসিক শান্তি বিরাজ করবে। চাকরিতে কাজের চাপ বাড়লেও পরিশ্রমের দাম পাবেন কন্যা রাশির জাতকরা। আয় বৃদ্ধি পাবে। যে কাজ শুরু করবেন, তাতেই বাড়তি উৎসাহ ও উন্মাদনা থাকবে।
6/6ধনু রাশি- ধনু রাশির যে স্থানে শনি উদিত হবেন, তাতে ওই রাশির জাতকরা শিক্ষা সংক্রান্ত কাজে সুখবর লাভ করবেন। আয় বাড়বে। চাকরিতে উন্নতির যোগ তৈরি হচ্ছে। বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা আছে। পদোন্নতির সুযোগও মিলতে পারে ধনু রাশির জাতকদের। যে রশির উপর থেকেনির সাড়েসাতির প্রভাব কেটে গিয়েছে।