Shani Uday Money Luck Horoscope 2023: প্রায় এক বছর পর উদিত হবেন শনি গ্রহ। আগামী মাসেই উদিত হবেন। তার ফলে যে বিপরীত রাজযোগ তৈরি হবে, তাতে একাধিক রাশির জাতকদের জীবনে ধনবর্ষণ হবে। কেরিয়ারের দিক থেকে লাভবান হবেন ওই রাশির জাতকরা। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী ফেব্রুয়ারিতে উদিত হতে চলেছেন শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রায় এক বছর পর কর্মফলদাতার উদয় হতে চলেছে। তার ফলে বিপরীত রাজযোগ তৈরি হবে। একাধিক রাশির জাতকদের অর্থলাভের পথ প্রশস্ত হতে চলেছে। কেরিয়ারের দিক থেকেও উন্নতি হবে ওই রাশির জাতকদের।
2/5বৃষ রাশি- শনি উদয়ের ফলে বৃষ রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। বৃষ রাশির যে স্থানে শনির উদয় হবে, তা আপনার জন্য লাভজনক বলে বিবেচিত হতে চলেছে। চাকরির ক্ষেত্রে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। চাকরিতে সকলের প্রশংসা পাবেন। ব্যবসার দিক থেকে মুনাফা বৃদ্ধির যোগ তৈরি হবে।
3/5তুলা রাশি- শনিদেব উদিত হওয়ার ফলে তুলা রাশির জাতকরা লাভবান হবেন। যে তুলা রাশির জাতকরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাঁদের সাফল্য মিলবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের জন্য এটা অনুকূল সময়। কোনও নয়া কাজ শুরু করতে পারেন। তা আপনার জন্য লাভজনক হতে চলেছে।
4/5বৃশ্চিক রাশি- শনিদেব উদিত হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতকরা লাভবান হবেন। আর্থিক লাভ হবে বৃশ্চিক রাশির জাতকদের। ভালো হবে আর্থিক অবস্থা। যাঁরা ব্যবসা করেন, তাঁদের অর্থলাভের প্রবল যোগ আছে। সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। কেরিয়ারের দিক থেকে লাভবান হবেন।
5/5মীন রাশি- মীন রাশির যে স্থানে শনি উদিত হবেন, তাতে মীন রাশির জাতকদের ভাগ্য পালটে যাবে। ভাগ্যোদয় হবে মীন রাশির জাতকদের। আর্থিক অবস্থা ভালো হবে। যাঁরা চাকরি করেন, তাঁদের আয় বৃদ্ধির প্রশস্ত হতে চলেছে। অর্থবর্ষ শেষে বাড়বে বেতন। পড়াশোনার ক্ষেত্রে সাফল্য মিলবে।