জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নিজের অবস্থানের ভিত্তিতে সময়ে সময়ে বহু রাশির ভাগ্য পরিবর্তন করে থাকেন। এবার শনিদেব ও বৃহস্পতি ভাগ্য ঘোরাতে চলেছেন বহু রাশির। ১৩ জুলাই ২০২৫ ন্যায়াধীশ শনিদেব বক্রী হতে চলেছেন। অন্যদিকে, গুরুগ্রহ বৃহস্পতি ৭ জুলাই উদিত হবেন। ন্য়ায়াধীশ ১২ বছর পর মিথুন রাশিতে উদিত হতে চলেছেন। এই দুই গ্রহের একসঙ্গের গতিবিধি বহু রাশির জাতক জাতিকার জীবনে ভালো প্রভাব ফেলতে পারে। যার ফলে উন্নতির যোগ তৈরি হবে বহু রাশির জাতক জাতিকার জন্য। এরফলে কারা লাকি, দেখে নেওয়া যাক।
মীন
এই সময় পেতে পারেন সুখ সুবিধা। আপনার সুখ সুবিধা এই সময় উত্তোরোত্তর বাড়তে পারে। বাবা মা বা সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন এই সময়। মানসিক শান্তি পেতে পারেন। ঘরোয়া বিষয়ের সমস্যায় এবার সামঞ্জস্য আসতে পারে। এই সময় আপনার আর্থিক সুবিধা বাড়তে পারে। আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন। পারিবারিত জীবনে ভারসাম্য আসতে পারে। চাকরিরতদের প্রমোশনের যোগ আসতে পারে। মায়ের সহযোগিতা পেতে পারেন।
বৃষ
এই সময় আপনার আয়ে হু হু করে বৃদ্ধি পেতে পারে। এই সময় বিনিয়োগের জন্য খুবই ভালো। কোথাও বিনিয়োগের জন্য খুবই ভালো সময় এইটি। আপনার কেরিয়ারে হু হু করে উন্নতির যোগ রয়েছে এই সময়। প্রমোশন বা বেতনে বৃদ্ধি হতে পারে। পরিশ্রমের ফল পাবেন এই সময়কালে। নতুন কোনও সম্পর্ক তৈরি হতে পারে। সামাজিক সম্পর্ক আগের থেকে ভালো হতে পারে। কেরিয়ারেও বেশ ভালো সময় আসতে পারে। এই রাশির জাতক জাতিকারা নিজের সন্তানের কাছ থেকে কোনও ভালো খবর শুনতে পারেন। পারিবারিক শান্তি ও খুশি আনন্দ থাকবে। আপনার কথা বার্তার প্রভাব পড়বে অনেকের ওপর।
( Graha Vakri: ৭২ বছর পর শ্রাবণে শনি, বুধ, রাহু, কেতুর বক্রী চাল! সমৃদ্ধি উপচে পড়বে ৩ রাশির)
তুলা
আইনি ঝঞ্ঝাটের মামলা থাকলে, তা থেকে পাবেন মুক্তি। সব কাজেই ভাগ্যের যোগ্য সঙ্গত পাবেন। কেরিয়ারে নতুন উপলব্ধি প্রাপ্ত করতে পারবেন। ফলে কিছু দরকারি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন এই সময়। পড়ুয়ারা শিক্ষায় সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য এই সময় মুনাফা লাভের সময়। নতুন কোনও যোজনা এই সময় পাবেন। শত্রুর ওপর বিজয় প্রাপ্ত করতে পারবেন এই সময়। কোথাও ছোট বা দীর্ঘ দিনের যাত্রা করতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )