জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য আর শনিকে খুবই শক্তিশালী মনে করা হয়। আর এই দুই গ্রহ এবার মুখোমুখি হতে চলেছে। সূর্যদেব ও শনিদেবকে মনে করা হয় পিতা পুত্র। বর্তমানে শনি, নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে বিরাজমান, আর গ্রহরাজ সূর্য আসন্ন সময়ে মকর রাশিতে বিরাজমান হতে চলেছেন। এদিকে, আর কিছু দিন পর শনিদেব ও সূর্য অর্ধকেন্দ্র যোগ তৈরি করবে।
মেষ
এই রাশির জাতক জাতক জাতিকারা খুবই লাভ পাবেন এই সময়ে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার শুরু হবে। আপনার কাজ আর পরিশ্রম, চেষ্টা দেখে উচ্চআধিকারিকরা কর্মস্থলে আপনার প্রশংসা করবেন। আপনার ওপর কাজের বড়সড় দায়িত্ব পড়বে। যাঁরা সরকারি চাকরির চেষ্টা করবেন, তাঁরা পাবেন সাফল্য। নতুন ব্যবসা শুরু করার জন্য এটি ভালো সময় নয়। দাম্পত্য জীবনে খুব আনন্দ থাকবে।
বৃষ
পরিবারের সঙ্গে চলা সমস্যা এবার শেষ হবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ব্যাঙ্ক ব্যালেন্স আগের থেকে ভালো জায়গায় যাবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন, কেরিয়ারের দিক থেকে আপনি খুব লাভ পাবেন। চাকরির নতুন নতুন যোগ তরি হবে। আসবে বড়সড় সুযোগ। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন এই সময়। বিদেশে কাজ করা জাতক জাতিকারা অপার সাফল্য লাভ করেন। স্টকমার্কেট থেকে খুব টাকা কামাতে পারেন।
সিংহ
অর্ধকেন্দ্র যোগ এই রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী। জাতক জাতিকারা পুরো পরিশ্রম দিয়ে দারুন দারুন লাভ পাবেন নানান দিক থেকে। ব্যবসায় হবে লাভ। দীর্ঘদীন ধরে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। মান সম্মান বাড়বে। প্রেম জীবন ভালো কাটবে।
সূর্য আর শনির অর্ধকেন্দ্র দৃষ্টি :-
সূর্য আর শনি ২১ জানুয়ারির সকালে ৭ টা ৫৩ মিনিটে একে অপরের সঙ্গে ৪৫ ডিগ্রিতে অর্ধকেন্দ্র অবস্থানে থাকবে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)