জ্যোতিষমতে আসন্ন সময় সব বহু রাশির জাতক জাতিকার জন্য বেশ তাৎপর্যপূর্ণ। বহু গ্রহের অবস্থানের জেরে জ্যোতিষমতে এই নতুন পরিস্থিতি তৈরি হবে। এই সময়কালে শনি ও বুধ, দুই রাশির যুতি বহু রাশির জাতক জাতিকাকে লাভের মুখ দেখাতে চলেছে। আসন্ন সময়ে বুধ আর শনির যুতি তৈরি হতে চলেছে। দেখা যাক কারা কারা লাকি হতে চলেছেন।
মেষ
মেষ রাশির জাতক জাতিকার জন্য এই আসন্ন বছর খুবই লাভদায়ী হতে চলেছে। এবার আসন্ন সময়ে আয়ের নতুন সূত্র আসতে চলেছে। সরকারি চাকরির জন্য যাঁরা প্রস্তুনি নিচ্ছেন, তাঁরা কোনও সুখবর পেতে পারেন। পরিবারে ও বৈবাহিক জীবনে আনন্দ আসতে পারে। শেয়ার বাজারের সঙ্গে জড়িত মানুষজন বিভিন্ন ভাবে লাভ পাবেন। সন্তানের পড়াশোনা ও কেরিয়ারে দারুন সাফল্য পাবেন। এই বছর আপনি লাভ পাবেন।
মকর
এই বছর নতুন কারোর সঙ্গে দেখা হবে। এই ব্যক্তির সঙ্গে সাক্ষাতের ফলে সম্পর্কে উন্নতি হবে। মিডিয়া আর সংযোগের সকলের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভাল হবে। পুরনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কোর্ট কাচারির মামলায় জয়ী হবেন। ২০২৫ সালে সব দিক থেকে সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে। শনিদেবের কৃপায় আপনার কোনও ঝুট ঝামেলার কাজ এই সময় সুখ দেবে।
কুম্ভ
আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। কুম্ভ রাশির জন্য এই নতুন বছর খুবই ভালো প্রমাণিত হবে। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। কর্মস্থলে উন্নতি হবে। চাকরিরতদের প্রমোশন হবে। সঙ্গে হবে বেতনবৃদ্ধি। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে। শনিদেবের কৃপায় জীবনে উন্নতি আর সাফল্য আসবে।
কবে রয়েছে এই যুতি?
আসন্ন ২০২৫ সালের শুরুতেই কর্মফলদাতা শনির শুভ যোগ তৈরি হবে বুধের সঙ্গে। ফলে আসন্ন আগামী বছরে বহু রাশির জাতক জাতিকার জন্য ভালো কাটতে চলেছে। চাকরি থেকে ব্যবসা বহু রাশির এই সময় ধনলাভের যোগ রয়েছে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)