জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে বেশি প্রভাবশালী মনে করা হয় শনিদেবকে। এই গ্রহের পরিস্থিতিতে সামান্য বদল আসলেও তা বহু রাশির জীবনে নানান প্রভাব ফেলে। উল্লেখ্য, শনিদেব একটি রাশিতে প্রায় আড়াই বছর ধরে থাকেন। ফলে পুরো চক্রটি পার করতে তাঁর প্রায় ৩০ বছর সময় লাগে। এই সময়কালে শনিদেব কোনও না গ্রহের সঙ্গে যুতি তৈরি করেন। আসন্ন সময়ে শনিদেব ও প্লুটে একে অপরের সঙ্গে এক বিশেষ অবস্থানে থাকবেন। তারফলে বহু রাশির জীবনে নানান প্রভাব পড়বে। আসন্ন সময়ে শনি আর প্লুটো একে অপরের সঙ্গে ৪৫ ডিগ্রি অবস্থানে থাকবেন। তাতে তৈরি হবে অর্ধকেন্দ্র যোগ। দেখা যাক, তারফলে লাকি কারা।
মীন
এই সময় চাকরিতে ব্যাপক লাভ পাবেন। অপার সাফল্য পাবেন জীবনের নানান দিক থেকে। আপনার শারীরিক ও মানসিক যে যুদ্ধ চলছে, তা থেকে মুক্তি পাবেন। ব্যবসার দিক থেকেও আসবে লাভ। চাকরিরতদের কাজের প্রশংসা হবে। জীবনে আসবে শান্তি। ব্যবসায় সাফল্য আসবে। খুবই মুনাফা পাবেন।
মেষ
শনি ও প্লুটোর এই অর্ধকেন্দ্র যোগ মেষ রাশিতেও বিশেষ লাভ দেবে। কেরিয়ারের দিক থেকে আপনার পোক্ত জোর থাকবে। বিভিন্ন দিক থেকে সাফল্য পাবেন। ব্যবসার দিক থেকে একের বেশি ব্যবসা শুরু করতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে থাকতে পারে। নিজের ইচ্ছাপূরণ করতে পারেন। প্রেম জীবন খুব সুখের হতে পারে। প্রেম জীবন দারুন আনন্দের হতে পারে।
বৃষ
এই সময় শনি ও প্লুটোর যুতি আপনার ভাগ্যে নতুন দিশা আনবে। এই রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা পূরণ হবে। আপনার নানান সিদ্ধান্তের জোরে আপনার ইচ্ছা পূরণ হবে। ব্যবসার দিক থেকে আপনার তৈরি রণনীতি লাভ দেবে। পর্যটনে লাভ রয়েছে। সঞ্চয় বাড়াতে পারবেন।
কবে রয়েছে এই যোগ?
আগামী ২২ জানুয়ারি ২০২৫ সালে রয়েছে এই যোগ। ২২ জানুয়ারি সকাল ৯ টা ২৪ মিনিটে শনিদেব আর প্লুটো একজন আরেকজমের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে অবস্থান করবেন। তার প্রভাব ১২ টি রাশির জীবনে পড়ে। তবে কিছু রাশির জীবনে তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )