জ্যোতিষশাস্ত্রমতে প্রতিটি গ্রহ সময়ে সময়ে গোচর করে থাকে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। আসন্ন সময়ে শুক্র ও শনিদেব নিজের মতো করে অবস্থান পাল্টাতে চলেছেন। চলতি বছরে, ১৪ মার্চ হোলির আগে, শশ ও মালব্য যোগ তৈরি হচ্ছে। শনিদেব কুম্ভ রাশিতে থেকে শশ যোগ তৈরি করবেন, আর শুক্রদেব, মীন রাশিতে থেকে মালব্য যোগ তৈরি করতে চলেছেন। এই দুই রাজযোগ বহু রাশির জাতক জাতিকাদের কপালে সুখের সময় নিয়ে আসতে চলেছে। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।
বৃষ
মালব্য ও শশ দুই প্রকারের যোগ থেকেই লাভ পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। শনিদেব থাকবেন আপনার কর্মভাবে, আর শুক্রদেব আপনার গোচর কুণ্ডলীর ১১ভাবে থাকবেন। ফলে চাকরি, ব্যবসা থেকে ভালো লাভ আসতে পারে। এই সময় যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা চাকরি পেতে পারেন। এমনিতেও চাকরিরতদের পদোন্নতির যোগ রয়েছে। এই সময় ধন সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সময় খুবই লাভদায়ক। যদি নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, তাহলে এটা ভালো সময়। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন।
কুম্ভ
শশ আর মালব্য দুই ধরনের যোগ থেকেই একাধিক লাভ পেতে পারেন জাতক জাতিকারা। শুক্রের কৃপায় এই সময় কোথাও বেড়াতে যেতে পারেন। আপনার কথায় অনেকে আকৃষ্ট হতে পারেন। আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে। আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে। আটকে থাকা কাজ পুরো হবে, ধনবৃদ্ধির যোগ তৈরি হবে। যাঁরা গাড়ি কিনবেন ভাবছেন, তাদের জন্য ভালো সময় আসছে। মানসিক টানাপোড়েন কম হবে, আর স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে।
মিথুন
আপনার রাশির কর্মভাবে শুক্রদেব আর শনিদেব নবমভাবে সঞ্চরণ করবেন। এই সময় আপনার ভাগ্যোদয় হতে চলেছে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে। যদি কেউ এই সময় নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, তাহলে এটি খুবই শুভ সময়। চাকরির নতুন সুযোগ পেতে পারেন। সিনিয়রদের প্রশংসা পেতে পারেন, তারফলে পুরস্কারও পেতে পারেন। চাকরির খোঁজ কেউ করলে, তিনি পেতে পারেন লাভ।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)