জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের মধ্যে শনিদেবকে সবচেয়ে শক্তিশালী গ্রহ বলে মনে করা হয়। তাঁকেই মনে করা হয়, কর্মফলদাতা। ন্যায়ের দেবতা তথা কর্মফলদাতা হিসাবে শনিদেবকে মনে করা হয়। শনিদেব হলেন, সবচেয়ে ধীর গতিতে চলা একটি গ্রহ। তাঁর এক একটি রাশিতে অবস্থানেই প্রায় আড়াই বছর লেগে যায়। একটি রাশিতে শনির ফের ফিরে আসতে ৩০ বছর সময় লেগে যায়। এবার ফেব্রুয়ারি মাসের শেষে শনি দেবের অস্ত রয়েছে। শনিদেবের এই অস্ত হবে কুম্ভে। আর সেই অবস্থাতেই শনিদেব প্রবেশ করবেন মীনে। ফলে অস্ত অবস্থায় কুম্ভ ও মীনে শনিদেবের অবস্থানের প্রভাব ১২ রাশিতেই পড়বে। তাদেরই মধ্যে কিছু রাশির ভাগ্যে আসতে পারে সুখের সময়। কারা হতে পারেন লাকি, দেখা যাক।
কর্কট
শনিদেবের অস্ত কর্কট রাশির জাতক জাতিকার জন্য দারুন ভালো সময় আনতে চলেছে। এই রাশিতে শনিদেব অষ্টমভাবে অস্ত যেতে চলেছেন। প্রতিটি ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। চাকরির ব্যাপক সুযোগ সুবিধা পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা। পৈতৃক সম্পত্তির জেরে খুব লাভ পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনি মিলিয়ে মিশিয়ে লাভ পাবেন। কোনও সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়া ভালো।
( JCB and Elephant: মত্ত হাতিকে জেসিবি দিয়ে উস্কানি? উত্তরবঙ্গের ভিডিয়ো ভাইরাল হতেই আটক চালক)
ধনু
অপার সাফল্য পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা। ধনু রাশির জাতক জাতিকারা এই সময় নিজের কাজে খুশি থাকবেন। ভাই বোনের সম্পূর্ণ সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনি খুবই নাম করতে পারবেন। আপনার কাজের প্রশংসা চারিদিকে হবে। আপনি লগ্নি থেকেও ভালো আয় করতে পারবেন। ব্যবসায়িক দিক থেকে কোথাও দীর্ঘ দূরত্বের কোনও স্থানে যেতে পারেন। এতে আপনার কোনও উদ্দেশ্য থাকলে, তা পূরণ হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনি ভালো সঞ্চয় করতে পারেন। প্রেম জীবন ভালো কাটতে পারে।
কুম্ভ
কুম্ভ রাশিতেই শনিদেব অস্ত যাবেন। ফলে চাকরিতে কোনও বদল আসতে পারে। কোনও কাজ যা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, তা সম্পন্ন হতে পারে। এরই সঙ্গে এই সময় সম্মান বৃদ্ধি হতে পারে। ব্যবসা যাঁরা করেন, তাঁরাও পাবেন বিপুল লাভ। আপনি বহু ধরনের মুনাফা পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে, নিজের প্রয়োজন মতো খরচ করতে পারবেন। প্রেম জীবন ভালো কাটতে পারে। তবে ফালতু অহংকার করে নিজের বিপদ ডেকে আনবেন না। অহংকার আপনার প্রেম জীবনকে শেষের পথে নিয়ে যেতে পারে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ -এ শনিদেবের অস্ত হওয়ার ভবিষ্যদ্বাণী রয়েছে। তার প্রভাবেই ৩ রাশির ভাগ্য নতুন সুসময়ের দিশায় হাঁটতে পারে, বলছে জ্যোতিষমত।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )