বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় পর পর নিজের অবস্থান পাল্টায়। তেমনই শনিদেব থেকে শুরু করে বুধ, সূর্য মিলে, এই তিন গ্রহ এক বিশেষ ত্রিগ্রহী যোগ তৈরি করবেন। তারফলে বহু রাশির জাতক জাতিতারা লাভের মুখ দেখতে চলেছেন। বুধ, সূর্য, শনির এই যুতি, মীন রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি করবে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, লাকি কারা?
বৃষ
এই যুতি আপনার রাশিতে আয়ের ভাবে হবে। এই সময় কাজের দিক থেকে ভালো সময় কাটবে। ধনলাভের যোগ থাকবে। কোনও বড় ব্যবসায়িক ডিল হতে পারে। এই ডিল শুভ প্রমাণিত হতে পারে। যাঁরা সন্তান প্রাপ্তির জন্য ভাবছেন, তাঁদের কাছে আসবে সুসংবাদ। পুরনো কোনও বিনিয়োগ থেকে টাকা রোজগার করতে পারেন। এই সময় নতুন কোনও কাজ শুরু করতে পারেন। পরিবারে খুশি আনন্দের পরিবেশ থাকবে। সুখ সুবিধা আনন্দ হতে পারে। এই সময় টাকার সঞ্চয় বাড়তে পারে।
মিথুন
আপনার রাশিতে কেরিয়ার আর ব্যবসার ভাবে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এই সময় ব্যবসায়ীদের ভালো টাকা রোজগার হবে। চাকরিরতদের বেতন বৃদ্ধি হবে। প্রমোশন হতে পারে। কাজের ক্ষেত্রে সম্মান প্রাপ্তি হবে। সুখ সুবিধা বৃদ্ধি হবে। রাজনীতি বা সমাজ জীবনের সঙ্গে জড়িতদের উন্নতি হবে। চাকরিরত জাতক জাতিকাদের কেরিয়ারে উন্নতি, প্রমোশনের যোগ রয়েছে। আসন্ন দিনে সাবধানে চলতে হবে।
মীন
এই যোগ আপনার রাশিতে লগ্নভাবে তৈরি হচ্ছে। সাফল্য, উন্নতির জন্য নতুন নতুন যোগ তৈরি হবে। সাফল্যের জন্য নতুন সুযোগ পাবেন এই সময়। মানুষের মধ্যে একটি বিশেষ পরিচিতি তৈরি হবে আপনার। ধন সম্পত্তি বৃদ্ধির যোগ তৈরি হবে। প্রমোশনের যোগ তৈরি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায়ীদের ব্যবসায় লাভ হবে। আপনার বৈবাহিক জীবন ভালো কাটবে। জীবনসঙ্গীর উন্নতি হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )