জ্যোতিষশাস্ত্র অনুসারে ন্যায়ের দেবতা শনিদেবকে অনুশাসন আর কর্মফলদাতা বলে বিবেচনা করা হয়। এরফলে ,সব রাশির জাতক জাতিকার জীবনে তাঁর প্রভাব পড়ে। কর্মফলদাতা শনি এই সময় নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে রয়েছেন। তবে বেশিদিন তিনি সেখানে থাকবেন না। যদিও শনিদেবের গতি খুবই ধীর। তাই শনি ধীরে ধীরে পরবর্তীয়ে মীন রাশিতে গমন করবেন। আর মীন রাশিতে শনি যেতেই বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন। কারা হবেন লাভবান?
বৃষ
গুরুর রাশি মীনে শনি যেতেই বৃষ রাশিতে লাভের গদিতে বসাবেন। এই রাশির জাতক জাতিকাদের অপার ধনলাভ হতে পারে। কেরিয়ারের দিক থেকে বিপুল লাভ পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আপনি ধনধান্যে ভরে উঠবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন। উচ্চ আধিকারিকদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোর দিকে যাবে। আপনার বহু দিন ধরে চলা ঝুট ঝামেলা শেষ হতে পারে। পদোন্নতির সঙ্গে বেতন বাড়তে পারে। কোনও নতুন ব্যবসা এই সময়ে শুরু করতে পারেন।
মকর
এই রাশির শনির সাড়েসাতি থেকে এই সময় মুক্তি হতে পারে। আপনার জীবনে নানান ধরনের আনন্দ আসতে পারে। বহু সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। বন্ধুদের সঙ্গে কোনও যাত্রায় যেতে পারেন। কোথাও তীর্থে যেতে পারেন। একটু দৌড়াদৌড়ি হতে পারে মা, বাবার স্বাস্থ্য নিয়ে।
মিথুন
যে কাজে আপনি খুবই পরিশ্রম করেছেন, সেই কাজে পেতে পারেন লাভ। মিথুন রাশির স্বামী বুধের সঙ্গে শনির বন্ধুত্ব রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় লাভের মুখ দেখতে চলেছেন। বাজে খরচ কমবে। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায় আপনার কৌশল হিট হয়ে যাবে। কেরিয়ারে পাবেন সাফল্য। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন।
কবে রয়েছে এই যোগ:- দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করবেন শনি। পরের বছরের ২৯ মার্চ এই রাশিতে প্রবেশ করবেন শনি। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই রাশিতে শনি ২০২৭ সাল পর্যন্ত থাকবেন।
( এই প্রতিবেদনের তথ্য় মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)