জ্যোতিষমতে ন্যায়ের দেবতা শনিদেবকে বেশ শক্তিশালী মনে করা হয়। শনিদেবের গতি অত্যন্ত ধীর। ফলে একটি রাশিতে তিনি অনেক দিন ধরে থাকেন। এর জেরে জাতক জাতিকাদের জীবনে তাঁর বহু দিন ধরে প্রভাব থাকে। শনি নিজের জাতক জাতিকাদের তাঁদের কর্মফলের জেরে ফল দান করেন। খুব শিগগিরিই শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে অস্ত যেতে চলেছেন। আবার তারই সঙ্গে শনির উদয়ের ভবিষ্যদ্বাণীও রয়েছে। শনির উদয় বহু রাশিকে সুখের মুখ দেখাতে পারে। কারা কারা লাকি হতে পারেন, দেখা যাক।
বৃষ
শনি এই রাশিতে একাদশবাবে উদিত হবেন। এই রাশির জাতক জাতিকাদের তাই কার্যক্ষেত্রে বিপুল লাভের সৌভাগ্য রয়েছে। আপনার কাজের প্রশংসা আসতে আরম্ভ করবে। সিনিয়রদের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে ভালো হবে। চাকরিতে আসা সমস্যা থেকে মুক্তি পাবেন। উন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। সন্তানকে নিয়ে কোনও সমস্যা থাকলে তা মিটতে পারে। অনেক ইচ্ছা পূরণ হবে। ব্যবসায় সাফল্য পেতে পারেন। কাজের সূত্রে কোথাও যাত্রা করতে পারেন। ধনলাভের যোগ তৈরি হতে পারে।
মিথুন
কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করতে পারেন। এই রাশির দশমভাবে শনি উদিত হবেন। কাজের চাপ আপনার ওপর থেকে যাবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চাপও কেটে যাবে। পরিবারে যে সমস্যা চলছে, তা মিটে যাবে। মা বাবার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক তারি হওয়ার দিকে প্রেম এগোতে পারে। অনেক ইচ্ছা পূরণ হতে পারে। সব কাজে ভাগ্যের সহযোগিতা পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে খুব লাভ পেতে পারেন।
তুলা
কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। সব কাজে সাফল্য পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে পারে। সঞ্চয় বাড়তে পারে। পৈতৃক সম্পত্তির মামলায় বা আইনি কোনও মামলায় হতে পারে জয়। প্রতিযোগিতা পরীক্ষার প্রস্তুতি যাঁরা নিচ্ছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। জ্যোতিষ গণনা বলছে, স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
কবে রয়েছে শনিদেবের উদয়?
শনিদেবের উদয় রয়েছে এপ্রিল মাসে। আগামী ২৮ ফেব্রুয়ারি শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে অস্ত গেলেও, শনিদেব শনিদেব ৬ এপ্রিল ভোর ৫ টা ৫ মিনিটে ফের উদিত হবেন। যার প্রভাব প্রায় সব রাশিতে পড়বে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )