বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। আর এই শনিগেবই এবার বিরল শশ যোগ তৈরি করতে চলেছেন বসন্ত পঞ্চমীতে। বসন্ত পঞ্চমী ২০২৫ আসছে শিঘ্রই। তিথি ২ ফেব্রুয়ারি থেকেই পড়ে যাচ্ছে। এদিকে, শশ মহাযোগ সেই বসন্ত পঞ্চমীর সময়কালেই সম্পন্ন হতে চলেছে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, লাকি কারা।
কুম্ভ
শনিদেব শশযোগ তৈরির ফলে কুম্ভ রাশিতে লাভ আসতে পারে। আত্মবিশ্বাস এই সময় বাড়তে পারে। আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসবে। চাকরিরতদের প্রমোশনের কোনও যোগ আসতে পারে। ব্যবসা যাঁরা করতে চাইছেন, তাঁদেরও উন্নতির যোগ থাকবে। কোনও বড় ব্যবসায়িক ডিল করতে পারেন ব্যবসায়ীরা। যা লাভদায়ক প্রমাণিত হতে পারে। এই সময় যাঁরা কাজ খুঁজছেন, তাঁরা চাকরি পেতেও পারেন। বিবাহিতদের বিয়ের যোগ তৈরি হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
বৃষ
এই সময় প্রমোশনের যোগ তৈরি হতে পারে। চাকরিরতদের প্রমোশনের যোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীদেরও সময় ভালো কাটতে পারে বলে গণনার ফল আভাস দিচ্ছে। নতুন প্রকল্প তৈরি করে সাফল্য পেতে পারেন। কেরিয়ারে উন্নতির জন্য একটি আলাদা রকমের চেষ্টা এই সময় দেখা যেতে পারে। ব্যবসায়ীরা ভালো টাকা রোজগারের সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। জমি বাড়ির সঙ্গে জড়িতদের সাফল্য আসবে। বাড়ি কিম্বা গাড়ি কেনার ব্যাপারে ভাবতে পারেন।
মকর
শনিদেব আপনার গোচর কুণ্ডলীর দ্বিতীয়ভাবে বিচরণ করবেন। ফলে এই সময় আপনি আকস্মিক ধনলাভ করতে পারেন। মনে প্রাণে আলাদা রকমের খুশি আসবে। আপনার বোঝাপড়াতে এই সময় লাভ হবে। যে চিন্তা, দুঃখ বহুদিন ধরে আপনাকে বিচলিত করছে, সেই চিন্তা থেকে এবার মুক্তি পাবেন। আপনার কথাবার্তা অনেককে আপনার প্রতি আকৃষ্ট করবে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যেতে পারে। ইচ্ছা পূরণ হতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )