বাংলা নিউজ > ভাগ্যলিপি > জুতোর নম্বর দেখে জানতে পারবেন অন্যের স্বভাব ও ব্যক্তিত্ব, কীভাবে? জেনে নিন

জুতোর নম্বর দেখে জানতে পারবেন অন্যের স্বভাব ও ব্যক্তিত্ব, কীভাবে? জেনে নিন

যে ব্যক্তির জুতোর সাইজ ৫ বা তার চেয়ে ছোট তাঁরা বড় মনের মানুষ।

সমুদ্র শাস্ত্র অনুযায়ী ব্যক্তির পা ও পায়ের আঙুলের গঠন, আকার দেখে, তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। এর পাশপাশি ব্যক্তির জুতোর সাইজও তাঁর চরিত্র ও ব্যক্তিত্বের নানান দিক সম্পর্কে জানিয়ে থাকে। জুতোর নম্বর অনুযায়ী জেনে নিন, কেমন ব্যক্তিত্বের অধিকারী আপনি বা আপনার পরিচিতরা। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জুতোর সাইজ বিচারে তাঁদের ভবিষ্যৎ ও ব্যক্তিত্বের বর্ণনা দেওয়া রইল—

৫ নম্বর বা তার চেয়ে ছোট

যে ব্যক্তির জুতোর সাইজ ৫ বা তার চেয়ে ছোট তাঁরা বড় মনের মানুষ। এই জাতকরা সকলকে ভালোবাসে। নিজের আশপাশের ব্যক্তিদের আনন্দে রাখেন এঁরা। লোক দেখানোর তুলনায় ভালো সময় কাটাতে পছন্দ করেন এঁরা।

৬ নম্বরের জুতো

যে ব্যক্তির পায়ের জুতোর সাইজ ৬, তাঁরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন ও অন্যকে আনন্দে রাখেন। যেখানেই যান না কেন, সকলের সঙ্গে বন্ধুত্ব করে নেন এই জাতকরা। সকলরে নিজের মনে স্থান দেন এঁরা। দয়ালু ও ভালোবাসাপূর্ণ স্বভাবই এঁদের জনপ্রিয় করে তোলে। উদার মানসিকতার ব্যক্তি হন, যাঁদের জুতোর সাইজ ৬।

৭ নম্বরের জুতো

এঁরা যে কোনও কাজ করতে উৎসাহীত থাকেন। যাঁদের জুতোর সাইজ ৭ তাঁরা অত্যন্ত জ্ঞানী হন, নিজের মূল্যবোধ জানেন এঁরা। আবার পছন্দের কাজ না-হলে সেই কাজ করতে বারণ করে দেন। 

৮ নম্বরের জুতো

৮ নম্বরের জুতো যাঁরা পরেন, তাঁরা অন্যদের আনন্দে রাখেন। জীবনের চ্যালেঞ্জ ও সমস্যার মোকাবিলা করতে ভয় পান এই জাতকরা। যে কোনও সমস্যাই এঁদের কাছে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ছাড়া জীবনই বৃথা মনে করেন এঁরা।

৯ নম্বরের জুতো

৯ নম্বরের জুতো পরে থাকলে আত্মবিশ্বাসে ভরপুর আপনি। জীবনে কী চান, তা আপনার ভালোভাবে জানা। অন্যের সমালোচনায় এঁদের কিছু যায় আসে না। আপনি কারও সাতে-পাঁচেও থাকেন না। আবার অন্যের বিষয় নাক গলাতেও পছন্দ করেন না আপনি।

১০ নম্বরের জুতো

যাঁরা ১০ নম্বরের জুতো পরেন, তাঁদের নিয়ন্ত্রণ করা খুব মুশকিল। এঁরা অন্যের নিয়ন্ত্রণে থাকতে ভালোবাসেন না। কখন কী কাজ করবেন, তা কেউ বলে দিক— এমনটি এক্কেবারে বরদাস্ত করেন না। অন্যের পরামর্শ নিলেও নিজের মনের কথা শুনে চলেন এঁরা।

১১ নম্বরের জুতো

চ্যালেঢঞ্জ মোকাবিলায় বিশ্বাসী হন এঁরা। যাঁরা ১১ নম্বরের জুতো পরেন, তাঁরা পরিশ্রমের সঙ্গে কাজ করেন। পার্টি করা, বেশি রাত পর্যন্ত ঘোরা, নিজের শর্তে জীবন কাটানো, কোনও কিছুর অনুতাপ না-করা এঁদের ব্যবহারে লক্ষ্য করা যায়।

১২ নম্বরের জুতো

শান্তি প্রিয় ব্যক্তি হন যাঁরা ১২ নম্বর জুতো পরেন। অস্বাভাবিক পরিস্থিতি এড়িয়ে যেতে চান। নতুন বন্ধু গড়ে তোলেন না এই জাতকরা, তবে একবার বন্ধুত্ব করলে সারা জীবন সেই বন্ধুত্ব পালন করেন। প্রকৃতি প্রেমী হন এই ব্যক্তিরা, যে কোনও পরিস্থিতিতে প্রকৃতিকে কাছ থেকে জানার সুযোগ হাত ছাড়া করতে চান না।

১৩ নম্বরের জুতো

এই নম্বরের জুতো পরে থাকলে, আপনি ক্লাসি। সকলের সঙ্গে ভালো ব্যবহার করেন। সমস্ত কিছু তার সঠিক স্থানে দেখতে ও রাখতে পছন্দ করেন এঁরা। অন্যেরা সমস্যা সমাধানের পরামর্শ নিতে এঁদের কাছেই আসেন। এই ব্যক্তিরা সৎ ও যে কোনও পরিস্থিতিতে স্থির থাকার পরামর্শ দেন এঁরা।

ভাগ্যলিপি খবর

Latest News

নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.