জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহ নিজের কক্ষ পথে নিজের নানান অবস্থানের জেরে বহু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে প্রভাব ফেলে। কোন গ্রহ কোন রাশির কোন অংশে প্রভাব ফেলে, তা গ্রহের 'অংশবল' বলে দেয়। আসন্ন সময়ে ঠিক কার্তিক পূর্ণিমার আগে শুক্র ও মঙ্গলের অবস্থানের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। তারফলে বহু রাশি লাভ পাবে। শুক্র আর মঙ্গলের অবস্থানের ফলে ১৪ নভেম্বর অর্থাৎ আগামিকাল লাভের মুখ দেখতে চলেছে বহু রাশি। দেখা যাক, লাকি কারা।
দৃক পঞ্চাঙ্গ অনুসারে ১৪ নভেম্বর দুপুর ১ টা ২৮ মিনিটে মকর রাশিতে অংশবল ৩ এ থাকবে। একইসঙ্গে মঙ্গল,সিংহ রাশিতে থাকবে অংশবল ৩ এ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কারা হবেন লাকি? দেখে নিন।
বৃষ
আপনার কেরিয়ারের দিক থেকে বিশেষ লাভ দেখা যাবে। আপনার কাজে দেখে আপনাকে কদর করা হবে। আপনি সব দিক থেকে পাবেন মুনাফা। কোনও বড় দায়িত্ব আপনার হাতে আসবে। ব্যবসার জাতক জাতিকারাও খুব লাভ পাবেন। বিদেশে ব্যবসা করার সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। প্রেম জীবনও আগের থেকে ভালোর দিকে যাবে।
( Buffalo Anmol goes Viral: ১৫০০ কেজির মোষ ‘অনমোল’ এর দাম বাজারে ২৩ কোটি! কেন জানেন?)
মকর
এই রাশির জাতক জাতিকারা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। কারোর বিশ্বাস জিতে নেওয়ার সুযোগ পাবেন এই সময়। কেরিয়ারের জন্য কোথাও দূরে যাত্রা করতে হতে পারে। হঠাৎ হাতে আসবে টাকা। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো হবে। প্রেম জীবনও ভালো কাটবে।
কন্যা
এই যোদ কন্যা রাশির জন্য দারুন লাভকারী সিদ্ধ হবে। পৈতৃক সম্পত্তি থেকে বড় কোনও লাভ পেতে পারবেন। পরিশ্রমের ফল এবার থেকে পেতে থাকবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন কাজের সূত্রে কোথাও যেতে পারবেন। ব্যবসার জন্য আপনার নাম ব্যাপক হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হবে। স্বাস্থ্য ভালো কাটবে।
(এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)