জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে পাপী গ্রহ মনে করা হয়। এছাড়াও রাহুকে ছায়া গ্রহও মনে করা হয়ে থাকে। রাহুর চলনের প্রভাব কোনও না কোনও রাশির জাতক জাতিকার ওপর অবশ্যই পড়তে থাকে। তারফলে বহু রাশির জীবনে নানান রকমের সমস্যা তৈরি হয়। উল্লেখ্য, রাহু, ৮ মাসে নক্ষত্র পরিবর্তন করেন। আর ২৭ নক্ষত্র এভাবে তিনি পার করেন। ফলে একটিই নক্ষত্রে রাহুর ফের ঘুরে আসতে সময় লাগে ১৮ মাস। রাহু রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কিছু দিন পরই আবার এই নক্ষত্রে শুক্রও প্রবেশ করবেন। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, লাকি কারা।
মেষ
এই রাশিতে রাহু ও শুক্রের যুতি খুবই সাফল্য এনে দিতে চলেছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য এই যোগ খুবই লাকি। এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। জীবনে আনন্দ আসবে। বিদেশ যাত্রা হতে পারে। কোনও দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে পারেন। বিদেশে কোনও সূত্র থেকে ধনলাভ হতে পারে।
বৃষ
এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ প্রচুর হতে পারে। এই রাশির জাতক জাতিকাদের কোনও ইচ্ছা পূরণ হতে পারে এই সময়। বন্ধুদের সঙ্গে সময় ভালো দিকে কাটতে পারে। বহু বিলাসিতার অধিকারী হতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। রাজনীতির সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা পাবেন লাভ। আইনি মামলায় সাফল্য পাবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো কাটতে পারে।
( Vakri Mangal Astrology: সময় আসছে মঙ্গলের কৃপা করার! ভাগ্যোদয়ের লিস্টে ৩ রাশি, লাকি কারা?)
মকর
উত্তরভাদ্রপদ নক্ষত্রে রাহু আর শুক্রের যুতি বিপুল লাভ এনে দেবে। আপনারা ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আপনারা যে পরিশ্রম করছেন, তা থেকে বিপুল লাভ আপনারা পেতে পারেন। আপনারা চেষ্টার দিক থেকে বিপুল সাফল্য পাবেন। নতুন লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কেরিয়ারের দিক থেকে লাভ পাবেন। পরিবারে আনন্দ থাকবে। ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কোথাও ছোট যাত্রা করতে পারেন।
কবে রয়েছে এই যুতি?
রাহু এখন রয়েছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এরপর ১ ফেব্রুয়ারি, সকাল ৮ টা ৩৭ মিনিটে দৈত্যগুরু শুক্র এই নক্ষত্রে প্রবেশ করবেন। ফলে দুই মিত্র গ্রহের সাক্ষাৎ একই নক্ষত্রে হবে। যার প্রভাব ১২ রাশিতে পড়বে। এছাড়াও মীন রাশিতেও রাহু ও শুক্রের যুতি তৈরি হবে। রাহু বর্তমানে মীন রাশিতে রয়েছেন। আর সেখানে ২৮ জানুয়ারি সকাল ৭ টা ১২ মিনিটে ঢুকে পড়বেন শুক্র। ফলে তৈরি হবে যুতি। নক্ষত্রের সঙ্গে সঙ্গে রাশিতেও হবে যুতি। যার ফলেই উপরোক্ত রাশিগুলি লাভবান হবে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )