জ্যোতিষশাস্ত্র অনুসারে মীন রাশির আলাদা মাহাত্ম্য রয়েছে। শুক্র নিজের উচ্চ রাশি মীনে খুব শিগগির গোচর হতে চলেছেন। আর মীন রাশিতে এই মাসের শেষেই গোচর হতে চলেছেন শুক্র। শুক্রের কৃপায় বিপুল ধনদৌলতের সঙ্গে সঙ্গে খুশি আনন্দও আসতে চলেছে বহু রাশিতে। জানুয়ারি মাসের শেষের দিকেই রয়েছে উচ্চ রাশি মীনে শুক্রের গোচর। দেখা যাক, তাতে ভাগ্য ফিরছে কাদের?
বৃষ
এই গোচর আপনার জন্য লাকি হবে। এই গোচরের ফলে তৈরি মালব্য যোগ আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দেবে। এই সময়টি বিশেষবাবে ফলদায়ী। আপনার সমস্ত বিলাসিতার ইচ্ছা এই সময় পূরণ হবে। আপনার মামাবাড়ির দিক থেকে সম্পর্কগুলি ভালোর দিকে যাবে। এই সময়টি আপনার জন্য অনুকূল হবে। এই সময় শত্রুরাও বন্ধু হয়ে যেতে পারেন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে।
মিথুন
আপনার বস আর সিনিয়ররা আপনার কর্মস্থলে আপনার বিপুুল প্রশংসা করবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনার এই গোচর বিদেশ থেকে আপনার কেরিয়ারের জন্য কোনও শুভ ফল নিয়ে আসবে। আপনার কোনও সিনিয়রের দ্বারা আপনার অপার প্রশংসা হবে। আপনার সম্পর্ক তাঁর সঙ্গে ভালোর দিকে যাবে। বিদেশযাত্রার সুযোগ পাবেন। ব্য়বসায়ীদের জন্য ভালো সময়। কর্মক্ষেত্রে কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।
কর্কট
আধ্যাত্মিক দিকে রুচি বাড়বে। কোনও তীর্থ স্থানে যেতে পারেন। মালব্য রাজযোগের পুরো লাভ পাবেন। কাজের সূত্রে কোনও দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে পারেন। আপনার ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। সব স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। নতুন গাড়ি কেনার সুযোগ পাবেন।
সিংহ
এই গোচর আপনাদের জীবনে নতুন প্রগতি নিয়ে আসবে। কেরিয়ারের জন্য ভালো সময়। অপনার কথা বার্তায় অফিসের অনেকেরই মন গলে যাবে। বিবাহিতদের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। আপনি সম্পত্তির সুখ পাবেন। তবে কোনও মতেই নিজেকে অলস হতে দেবেন না।
ধনু
শুক্রের কৃপায় তৈরি মালব্য রাজযোগ আপনার ভাগ্যে তুমুল উন্নতি আনবে। এই সময়কাল আপনার জন্য বিশেষ ফলদায়ী। এই সময়ে গাড়ি কিনতে পারেন। পারিবারিক জীবনেও এই সময়টি ভালো। পাকিবারিক জীবনে আনন্দ পেতে পারেন।ট
কবে রয়েছে মালব্য যোগ?
২৮ জানুয়ারি মীন রাশিতে শুক্রের গোচরে তৈরি হবে মালব্য যোগ। তার প্রভাব পড়বে সব রাশিতে। ভাগ্য ফিরবে বহু রাশির।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)