আগামিকাল (২৭ এপ্রিল) শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে। মীন রাশিতে প্রবেশ করবেন অর্থের কারক গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রের রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। হাতে আসবে টাকা। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন একনজরে -
মেষ রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কোনও সম্পত্তি থেকে আয় বাড়তে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কোথাও যাত্রায় যেতে পারেন। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। দাম্পত্য জীবন সুখকর হবে। আর্থিক অবস্থা ভালো হবে। এই সময় নয়া কাজ শুরু করতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন।
আরও পড়ুন: Budh Gochar 2022: বুধের রাশি পরিবর্তনে ৬৮ দিন দারুণ কাটবে এই রাশির জাতকদের, আজ থেকে শুরু ভালো সময়
বৃশ্চিক রাশি- আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে কর্মক্ষেত্রের বহর বাড়তে পারে। ব্যবসার বহর বাড়তে পারে। বাবার সহযোগিতা পাবেন। অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে। দাম্পত্য জীবন সুখকর হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় শুভ থাকবে। এই সময় নয়া কাজ শুরু করতে পারেন। নয়া কাজ থেকে সাফল্য পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। প্রতিটি কাজে সাফল্য পাবেন।
কুম্ভ রাশি- আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রের বহর বাড়বে। পরিবারে ধর্মীয় কাজ বাড়তে পারে। মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ লাভ হবে। বন্ধুর সঙ্গে সময় কাটাবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা শুভ ফল লাভ করবেন। পরিবারের সদস্যদের সময় কাটাবেন। জীবনের সব ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।
আরও পড়ুন: Solar Eclipse 2022: বাড়বে খরচ, থাকবে মানসিক অশান্তি - সূর্যগ্রহণের সময় সতর্ক থাকতে হবে এই ৩ রাশিকে
মীন রাশি- পরিবারে ধর্মীয় কাজ হতে পারে। কোনও বন্ধুর সহযোগিতায় আয় বাড়তে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক অবস্থা মজবুত হবে। বিবাহিত জীবন সুখকর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ লাভ হবে।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)