অর্থপ্রাপ্তির দিক থেকে শুক্রের গোচর ব্যাপকভাবে প্রভাব ফেলবে একাধিক রাশির জাতক জাতিকার জীবনে। মকর সংক্রান্তি থেকে এক মাস পরে ১৫ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করছে শুক্র। এরফলে কোন রাশিতে জাতক জাতিকার কী ধরনের লাভ হবে দেখা যাক।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শুক্রের গোচর আসন্ন সময়ে একাধিক রাশির জাতক জাতিকাকে প্রভাবিত করতে চলেছে। মকর সংক্রান্তির সময়কালে শুক্রের গোচরে বহুবিধ প্রভাব নানান রাশিতে পড়তে শুরু করছে। একনজরে দেখা যাক জ্যোতিষ গণনা কী বলছে।
2/5অর্থপ্রাপ্তির দিক থেকে শুক্রের গোচর ব্যাপকভাবে প্রভাব ফেলবে একাধিক রাশির জাতক জাতিকার জীবনে। মকর সংক্রান্তি থেকে এক মাস পরে ১৫ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করছে শুক্র। এরফলে কোন রাশিতে জাতক জাতিকার কী ধরনের লাভ হবে দেখা যাক।
3/5মিথুন-শুক্রের গোচরের জেরে মিথুন রাশির জাতক জাতিকারা আচমকা হাতে পেতে শুরু করবেন বহু টাকা। কর্মক্ষেত্রে হবে ভালো উন্নতি। চাকরি বা ব্যবসায়ীদের ভালো পসার হবে। আসবে টাকা। চাকরিতে প্রমোশনের যোগ রয়েছে। অংশিদারির ব্যবসায় বেস কিছু ভালো কাজ হবে। নতুন প্রেম আসতে পারে।
4/5কন্যা- প্রেমের সম্পর্কে আগের থেকে বেশি ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিক থেকেও মিলবে ভালো ফল। আর্থিক উন্নতি হতেই থাকবে। কোনও মহিলা সহকর্মীর সহযোগিতায় পাবেন লাভ। কোনও শুভ কাজ এই সময় শুরু করতে পারেন। গাড়ি কেনাকাটা করতে পারেন।
5/5তুলা- শুক্র তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ষষ্ঠভাবে গোচর করবে। শত্রুদের থেকে পাবেন মুক্তি। চাকরিতে পাবেন উন্নতির যোগ। প্রেম জীবন খপবই ভালোর দিকে এগোবে। প্রেমিক প্রেমিকারা পরিবারের তরফ থেকে বিয়ের সম্মতির আভাস পাবেন। চাকরিতে পেতে পারেন বড় অফার। (এই তথ্য মান্যতা নির্ভর, এর সত্যতা দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা।)