জ্যোতিষমতে বলা হয়, শুক্র যদি কারোর ভাগ্যে প্রসন্ন হয়ে যায়, তাহলে তাঁর উত্থান কেউ রুখতে পারে না। ১৫ ফেব্রুয়ারি শুক্র কুম্ভ রাশিতে গমন করছে। আর তার জেরেই বহু রাশির অর্থভাগ্যে উন্নতি আসছে। কারণ শুক্র প্রসন্ন হতেই মা লক্ষ্মীর কৃপা বর্ষণ শুরু হয়।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে রাত পোহালেই রয়েছে বড় এক গ্রহের রাশি পরিবর্তন। শুক্রের গোচরের ফলে ১৫ ফেব্রুয়ারি থেকে বহু রাশির ভাগ্য খুলে যেতে চলেছে। এই গুরুত্বপূর্ণ গোচরের ফলে বেশ কয়েকটি রাশিতে পড়তে চলেছে মা লক্ষ্মীর কৃপা।
2/5জ্যোতিষমতে বলা হয়, শুক্র যদি কারোর ভাগ্যে প্রসন্ন হয়ে যায়, তাহলে তাঁর উত্থান কেউ রুখতে পারে না। ১৫ ফেব্রুয়ারি শুক্র কুম্ভ রাশিতে গমন করছে। আর তার জেরেই বহু রাশির অর্থভাগ্যে উন্নতি আসছে। কারণ শুক্র প্রসন্ন হতেই মা লক্ষ্মীর কৃপা বর্ষণ শুরু হয়। শুক্রের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশিতে আর্থিক স্বচ্ছ্বলতা, পেশাগত উত্থানের যোগ রয়েছে দেখে নেওয়া যাক।
3/5মিথুন- আর্থিক সমস্যা থেকে পাবেন মুক্তি। দাম্পত্য জীবনে আসবে সুখ। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন ভালোভাবে। ধার্মিক আর আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারবেন। যেকোনও কাজে পাবেন সাফল্য। চাকরি থেকে ব্যবসায় আসবে উন্নতির জোয়ার। ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
4/5সিংহ-ধন লাভ হতে থাকবে। যারফলে আর্থিক দিক থেকে উন্নতির রাস্তা দেখতে পাবেন। মান, সম্মান ও পদ প্রতিষ্ঠা হবে আপনার। নতুনভাবে যশ ও জনপ্রিয়তা পাবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের বিপুল প্রশংসা হবে। পরিবারের সদস্যদের সাহায্য পাবেন। স্বাস্থ্যের দিক থেকে লাভ হবে। প্রতীকী ছবি
5/5বৃশ্চিক- এই সময়কাল কোনও বিশেষ আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। শুক্রদেবের বিশেষ কৃপা বর্ষিত হতে থাকবে। ধন সম্পত্তি সম্পর্কিত সমস্যা থেকে মিলবে মুক্তি। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িতদের জন্য এই সময়কাল সুখবর নিয়ে আসবে। বিনা পরিশ্রমে বহু সাফল্য আপনার ভাগ্যে আসবে। দাম্পত্য প্রেম সুখকর হবে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা।)