Shukra Gochar into Aries 2023: জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের বিশেষ মাহাত্ম্য আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে রাশির জাতকরা শুক্রের কৃপা পান, তাঁদের জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। আর্থিক অবস্থা মজবুত হয়। আচমকা অর্থলাভের সম্ভাবনা থাকে।
1/5আগামী রবিবার (১২ মার্চ) শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সুখ, সমৃদ্ধি, প্রেম, সৌন্দর্যের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশিতে প্রবেশ করবেন শুক্র গ্রহ। শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতকদের অত্যন্ত লাভ।
2/5মেষ রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশিতেই প্রবেশ করবেন শুক্র। স্বভাবতই মেষ রাশির জাতকদের উপর শুক্রের বিশেষ আশীর্বাদ থাকবে। শুক্রের কৃপায় মেষ রাশির জাতকদের আয়ের পথ প্রশস্ত হবে। হাতে টাকা আসবে। আচমকা ধনপ্রাপ্তির ফলে মেষ রাশির জাতকদের অর্থের অভাব হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5কর্কট রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়ীদের জন্য এটা দারুণ সময় হতে চলেছে। ব্যাপক মুনাফা লাভ করবেন। অর্থলাভের যোগ তৈরি হবে। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা শুভ খবর লাভ করতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5সিংহ রাশি- শুক্রের গোচরের ফলে সিংহ রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। ভাগ্যের পূর্ণ সহায়তা মিলবে। কাজে সাফল্য লাভ করবেন। পড়ুয়াদের জন্য এটা অনুকূল সময়। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা কোনও সুখবর লাভ করতে পারেন। কেরিয়ারে উন্নতি হবে সিংহ রাশির জাতকদের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/5মীন রাশি- মেষ রাশিতে শুক্রের গোচরের ফলে মীন রাশিদের আচমকা ধনপ্রাপ্তির যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশির জাতকদের আয় বৃদ্ধি পাবে। যে মীন রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের পদোন্নতি হতে চলেছে। বেতন বৃদ্ধি হবে। অর্থাৎ চাকরির দিক থেকে সুখবর মিলবে।