Shukra Gochar into Pisces: জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের অত্যন্ত গুরুত্ব আছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন শুক্র গোচর করেন, তখন কয়েকটি রাশির জাতকদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তার ফলে কয়েকটি রাশির জাতকদের উপর অর্থবর্ষণ হয়। কোন কোন রাশির জাতকদের লাভ হবে, তা দেখে নিন -
1/5আজ (বুধবার, ১৫ ফেব্রুয়ারি) শুক্রের রাশি পরিবর্তন। কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবেন শুক্রদেব। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। শুক্র গ্রহ শুভ হলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করেন একাধিক রাশির জাতকরা।
2/5মিথুন রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। চাকরি এবং ব্যবসার জন্য অত্যন্ত অনুকূল সময়। চাকরিতে অগ্রগতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্রে যে পদক্ষেপ করবেন, তাতে মিথুন রাশির জাতকদের মুনাফা বাড়বে। বিভিন্ন কাজে সাফল্য লাভ করবেন মিথুন রাশির জাতকরা। পরিবারের সুখ-সমৃদ্ধি বাড়বে। দাম্পত্য জীবন সুখকর হবে। বাড়িতে ধর্মীয় কাজের পরিকল্পনা করতে পারেন।
3/5সিংহ রাশি- সিংহ রাশির যে স্থানে শুক্রের গোচর হবে, তার ফলে ওই রাশির জাতকদের অর্থলাভ হবে। আর্থিক অবস্থা মজবুত হবে সিংহ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে ভালো সময় কাটবে। পরিবারের সদস্যদের সহযোগিতা মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5বৃশ্চিক রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে বৃশ্চিক রাশির জাতকদের দুর্দান্ত সময় শুরু হচ্ছে। বৃশ্চিক রাশির জাতকদের উপর শুক্রদেবের বিশেষ কৃপা থাকবে। অর্থ সংক্রান্ত সমস্যা কেটে যাবে। যে বৃশ্চিক রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের সময় শুভ কাটবে। কাজে সাফল্য পাওয়ার জন্য বিশেষ পরিশ্রম করতে হবে না। বিবাহিত জীবন সুখকর কাটবে।
5/5মীন রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশিতেই গোচর হচ্ছে শুক্রদেবের। শুক্রের গোচরের ফলে মীন রাশির জাতকদের হাতে টাকা আসবে। আর্থিক সমস্যা কেটে যাবে। চাকরির ক্ষেত্রে অগ্রগতি হবে। যে মীন রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁরা লাভবান হবেন।