বাংলা নিউজ > ভাগ্যলিপি > Shukra Gochar May 2022: আট দিন পরেই রাশি পরিবর্তন প্রেমের কারক গ্রহের, মীন-সহ কোন রাশির ভালো সময় শুরু?

Shukra Gochar May 2022: আট দিন পরেই রাশি পরিবর্তন প্রেমের কারক গ্রহের, মীন-সহ কোন রাশির ভালো সময় শুরু?

আগামী ২৩ মে প্রবেশ করবেন মেষ রাশিতে। জ্যোতিষশাস্ত্রে শুক্রদেবের বিশেষ গুরুত্ব আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)

Shukra Gochar May 2022: শুক্রকে সুখ, বৈবাহিক সুখ, ভোগ-বিলাস, কলা-প্রতিভা, সৌন্দর্য, রোম্যান্স, বাসনার মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শুক্রের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে, তা জেনে নিন -

আগামী ২৩ মে রাশি পরিবর্তন করবেন শুক্র। প্রবেশ করবেন মেষ রাশিতে। জ্যোতিষশাস্ত্রে শুক্রদেবের বিশেষ গুরুত্ব আছে। শুক্রকে সুখ, বৈবাহিক সুখ, ভোগ-বিলাস, কলা-প্রতিভা, সৌন্দর্য, রোম্যান্স, বাসনার মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শুক্রের রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে, তা জেনে নিন -

মিথুন রাশি

১) শুক্রের গোচরের সময় এই রাশির জাতকদের জন্য সময় লাভের।

২) গোপন শত্রুর মুক্তি ঘটবে

৩) কার্যক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু সাফল্য পাবেন।

৪) জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।

৫) অর্থ লাভ হবে।

৬) পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।

সিংহ রাশি

১) এই রাশির জাতকদের জন্য শুক্রের গোচরকাল শুভ।

২) কার্যক্ষেত্রে উন্নতি হবে।

৩) সুখ-সুবিধা বাড়বে। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন।

৪) আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে।

৫) আমদানির সঙ্গে যুক্ত থাকলে লাভ হবে।

বৃশ্চিক রাশি

১) শুক্রের গোচরকাল বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুভ।

২) আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে।

৩) পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাবেন।

৪) জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে।

৫) গোচরকালে বিভিন্ন সমস্যার সমাধান হবে।

৬) স্বাস্থ্যের উন্নতি হবে। রোগ মুক্তি হবে।

৭) কেরিয়ারের উন্নতি হবে ।

মীন রাশি 

১) এই রাশির জাতকদের জন্য সময় অনুকূল।

২) জমি বা গাড়ি কিনতে পারেন।

৩) জমিতে বিনিয়োগ করে লাভবান হবেন।

৪) ধর্মীয় কাজে যুক্ত থাকবেন।

৫) জীবনসঙ্গীর থেকে অর্থ লাভ হবে। 

৬) বৈবাহিক জীবন সুন্দর হবে।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা যে পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)

বন্ধ করুন