৫ ডিসেম্বর শুক্র প্রবেশ করেছে ধনু রাশিতে, এরপর ২৯ ডিসেম্বর তা মকর রাশিতে প্রবেশ করবে। তার আগে ধনু রাশিতে শুক্রের প্রবেশের ফলে ১২ রাশিতে অর্থ, সম্পত্তি, প্রেম, স্বাস্থ্যের দিক থেকে কী কী প্রভাব পড়ছে দেখে নেওয়া যাক।
1/14শুক্রের গোচরে একাধিক রাশির ভাগ্যে সৌভাগ্য আসতে চলেছে। বলছে, বৈদিক জ্যোতিষশাস্ত্র। তবে ১২ রাশির সব কয়টিতে তার শুভ প্রভাব পড়বে না। সদ্য শুরু হওয়া শুক্রের গোচর ডিসেম্বর মাস জুড়ে থাকবে।
2/14আজ ৫ ডিসেম্বর শুক্র প্রবেশ করেছে ধনু রাশিতে, এরপর ২৯ ডিসেম্বর তা মকর রাশিতে প্রবেশ করবে। তার আগে ধনু রাশিতে শুক্রের প্রবেশের ফলে ১২ রাশিতে অর্থ, সম্পত্তি, প্রেম, স্বাস্থ্যের দিক থেকে কী কী প্রভাব পড়ছে দেখে নেওয়া যাক।
3/14মেষ: বিয়ের জন্য যাঁরা অপেক্ষা করছেন, তাঁদের সময় ভালো। অপ্রত্যাশিক খরচা বাড়বে। প্রেমিক বা প্রেমিকার পরামর্শ নিন। ছাত্রদের সময় ভালো কাটবে। নিতে পারেন বড় সিদ্ধান্ত।
4/14বৃষ: লুকিয়ে থাকা শত্রুদের থেকে সাবধান। এখনই কোনও ঋমের আবেদন করবেন না। চাকরি বাঁচিয়ে কাজ করুন। দাম্পত্যে কলহ থাকবে। স্বাস্থ্যের দিক থেকে সমস্যা বাড়বে।
5/14মিথুন: বিদেশে কোনও লেনদেন হলে তা সাফল্য এনে দেবে। সিঙ্গলরা বিয়ের দিকে যাবেন। প্রেমে সম্প্রক উন্নতির দিকে এগোবে। ব্যবসা বা চাকরির ক্ষেত্র বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে সময় ভালো কাটবে।
6/14কর্কট: কোনও উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করতে চলেছেন আপনি। এই সময় কোনও অন্য ব্যক্তির প্রতিকূলভাব আপনাকে বিচলিত করতে পারে। কোনও ভ্রান্তি তৈরি হলে তা সম্পর্কে প্রভাব ফেলবে। মায়ের স্বাস্থ্য চিন্তায় রাখবে।
7/14সিংহ: কাজের জায়গায় কারোর সঙ্গে ঝুট ঝামেলা লাগতে পারে। বয়স্ক কারোর সঙ্গে কথা বলুন। কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে।
8/14কন্যা: নতুন গাড়ি কিনতে হতে পারে। নিজের জীবনে ফের পুরনো সুখ স্বাচ্ছন্দ্য আনতে হলে বেশ কিছুটা খরচ বাড়বে আপনার। মাকে সমস্ত কথা খুলে বলুন। আপনার ভাবনি চিন্তা সঠিক হচ্ছে কিনা তা কোনও তৃতীয় পক্ষের থেকে যাচাই করে নিন।
9/14তুলা: আপনার চেনা পরিচিতদের নিয়ে ঐপনার সামাজিক পরিধি বেড়ে যেতে শুরু করবে। আপনার সমস্ত উদ্যোগের প্রশংসা হবে। বৈবাহিক জীবনে আবেগ বশ করে নিতে পারে। আপনার রোজগার এই সময় বেড়ে যেতে পারে।
10/14বৃশ্চিক: টাকা পয়সার দিকে এই সময় আপনার মন চলে যাবে। আয় বৃদ্ধির সুর্বণ সুযোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি, ব্যবসায় বিস্তার রয়েছে। সিঙ্গলদের বিয়ের যোগ রয়েছে। বিলাসিতায় টাকা খরচ হবে।
11/14ধনু: কেরিয়ারে সাফল্যের সময় আসন্ন। সামাজিকতার দিক থেকে আপনার বিস্তার হবে। যাঁকে পছন্দ তাঁকে মনের কথাটি বলে দিন। জমে উঠতে পারে প্রেম পর্ব। আপনাকে ঘিরে ব্যপক জনপ্রিয়তা বাড়বে। আপনার সিদ্ধান্ত ও বুদ্ধিমত্তা আপনাকে সুসময় এনে দেবে।
12/14মকর: কর্মক্ষেত্রে কোনও কাজের ভুলের খেসারত দিতে হবে। কাজের ক্ষেত্রে সমস্যা থেকেই যাবে। চাকরি বাদে কোনও অবসরে আপনি খুশি থাকবেন। বিবাহিতদের ক্ষেত্রে ভালো সময়। খরচা বাড়তে পারে।
13/14কুম্ভ: আপনি নিজের সামাজিক দিক আরও বিস্তার করতে চাইবেন। কেরিয়ারের সাফল্য আপনাকে আলাদা করে চিহ্নিত করবে। যাঁরা চাকরির খোঁজ করছেন সুসময় পেতে পারেন। একটি মূল ব্যবসায়িক দিক থেকে আপনি লাভবান হবেন।
14/14মীন: চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু বিষয় গোপন রাখলে মিলতে পারে লাভ। লক্ষ্য পূরণে কিছু পরিশ্রম করতে হতে পারে। শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িতরা পাবেন উপকার। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। (এই তথ্য় মান্যতা নির্ভর। তার সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)