দৈত্যগুরু শুক্র এবার তাঁর নক্ষত্র পাল্টাতে চলেছেন। তার প্রভাব ১২ রাশির জীবনে পড়তে আরম্ভ করবে। ধন ও বৈভবের দাতা শুক্র, রাশি পরিবর্তন যেমন করে থাকেন, তেমনই নক্ষত্র পরিবর্তনও করে থাকেন। ১৭ জানুয়ারি সকালেই শুক্র তাঁর নক্ষত্র পরিবর্তন করতে আরম্ভ করবেন। তার প্রভাব সব রাশিতে পড়বে। দেবগুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদে শুক্রের প্রবেশের ফলে বহু রাশির সৌভাগ্য ফিরতে চলেছে। দেখা যাক, লাকি কারা।
কুম্ভ
শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। দীর্ঘ সময় ধরে কোনও কাজ আটকে থাকলে, তা সম্পন্ন হতে পারে এই সময়। সুখ সমৃদ্ধি এই সময় আসতে পারে। মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপিত হতে পারে। দাম্পত্য জীবনে নানান ধরনের সুখ, স্বাচ্ছ্বন্দ্য আসতে পারে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এই নক্ষত্র পরিবর্তন আপনাের জন্য বিশেষ হতে চলেছে।
( Mangal in Punarvasu: পুনর্বাসুতে মঙ্গল! সেনাপতির নক্ষত্র গোচরে পকেট ফুলবে বৃশ্চিক সহ ৩ রাশির)
মেষ
এই রাশির একাদশতমভাবে শুক্র থাকতে চলেছেন। এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রে অপার লাভ পেতে পারেন। বহুল পরিমাণে ধনলাভ হতে পারে। এই সময়টি টাকা রোজগারের দারুন সময় হিসাবে প্রতিপন্ন হতে পারে। সমাজে এই সময় মান সম্মানও হু হু করে বাড়তে পারে। সন্তানের দিক থেকে শুরু হওয়া সমস্যা থেকে এবার মুক্তি লাভ করতে পারেন। নানান ধরনের সমস্যা যা চলে আসছে, তা এবার শেষ হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে।
মিথুন
এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা মিলতে পারে। এই রাশির জাতক জাতিকাদের সব ক্ষেত্রে অপার সাফল্য আসতে পারে। জীবনে সব দিক থেকে অনুকূল প্রভাব পড়তে পারে। দীর্ঘ দূরত্বের কোনও জায়গায় এই সময় যেতে পারেন। বিদেশ যাত্রা করার সুযোগ পাবেন। উচ্চশিক্ষার জন্য কোনও বন্ধ দ্বার খুলে যেতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। ভাইবোনের সঙ্গে ভালো সময় কাটবে। মা বাবা আর গুরুর ভালো সঙ্গত পাবেন। আত্মবিশ্বাস বাড়বে।
কবে রয়েছে শুক্রের গোচর?
১৭ জানুয়ারি সকাল ৭ টা ৫১ মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শুক্র। সেই নক্ষত্র গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। তাদের মধ্যে বিশেষ ৩ রাশির জাতক জাতিকারা বিশেষ লাভ পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )