জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রের গোচরের হাত ধরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। মাসের শেষে অর্থাৎ ২৮ ডিসেম্বর শুক্রের এই গোচর হতে চলেছে। ধন বৈভবের দাতা ও সুখ সমৃদ্ধির কারক শুক্রকে প্রেম ও আকর্ষণের কারক বলে মনে করা হয়। বছরের শেষে শনির রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছে শুক্র। তারফলে বহু রাশিতে নানান রকমের প্রভাব পড়বে। কোনও রাশিতে সুপ্রভাব, কোনও রাশিতে কুপ্রভাব। তবে সবচেয়ে বেশি সুপ্রভাব পড়তে চলেছে বিশেষ ৩ রাশিতে। কারা কারা লাকি দেখে নিন।
দৃক পঞ্চাঙ্গ কী বলছে?
দৃক পঞ্চাঙ্গ অনুসারে, ঠিক ২০২৫ সাল শুরুর আগে, ২৮ ডিসেম্বর রাত ১১ টা ৪৮ মিনিটে কুম্ভ রাশিতে শুক্রের প্রবেশ হবে। তারফলে বহু রাশি লাভের মুখ দেখতে পাবে। শুক্র এই রাশিতে ২৮ জানুয়ারি পর্যন্ত থাকবে, তারফলে একাধিক রাশি লাভ পাবে। কারা লাভ পাবে দেখা যাক।
মেষ
আপনার রোজগার বাড়বে। রোজগারের নতুন রাস্তা পাবেন। অনেক টাকা হাতে পাবেন। আপনি ধনলাভ করবেন। চাকরিরতদের প্রমোশনের যোগ ছিল। ব্যবসার সঙ্গে জড়িতদের খুব লাভ হবে। যাঁরা নতুন কাজ শুরু করতে চলেছেন, তাঁদের জন্য সময় ভালো। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সঙ্গেও ভালো দিন কাটবে।
বৃষ
আর্থিক পরিস্থিতি আগের থেকে মজবুত হবে। চাকরিকতদের চাকরিতে রয়েছে প্রমোশনের যোগ। আর্থিক সংকট কিছু থাকলে এবার তা কেটে যাবে। পরিস্থিতি ভালোর দিকে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। সম্পর্ক ভালোর দিকে যাবে। পুরনো ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবেন। চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁরা পাবেন নতুন চাকরির অফার।
তুলা
তুলা রাশির জন্য এই সময় খুবই ভালো। গাড়ি বা জমির সঙ্গে জড়িত কোনও কাজ এই সময় সম্পন্ন হয়ে যাবে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। আপনার মন শান্ত থাকবে। দাম্পত্য জীবনে বাড়বে প্রেম। সম্পর্ক আরও সুমধুর হবে। ২০২৫ সালে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে। চাকরিতে উন্নতি হবে। প্রমোশনের যোগ তৈরি হবে। ছাত্ররা পরীক্ষায় ভালো কিছু পাবেন।
মকর
২০২৫ সালে মকর রাশির জাতক জাতিকার সম্পর্কে দারুন উন্নতির রাস্তা আসবে। বিদেশ থেকে আসবে আপনার জন্য সুখবর। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বাড়ি বা জমি কেনার যোগ রয়েছে। আপনার ব্যবসা বাড়বে, আয়ও বাড়বে। কোনও সারপ্রাইজ পাবেন ২০২৫ সালে।
কুম্ভ
শুক্রের এই গোচর আপনাদের জন্য ভাগ্যশালী হতে চলেছে। ২০২৫ সাল আপনাদের জন্য শুভ প্রমাণিত হবে। পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। আয় বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়ানোর প্ল্যান করতে পারেন। জীবনে নানান দিক থেকে পাবেন সাফল্য। কেরিয়ার আর ব্যবসায় দারুন লাভ। কোনও কাজে যদি বাধা আসে, তাহলে তা এবার দূর হওয়ার সময় শুরু হবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )