১২ মার্চ ইতিমধ্যেই শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে, আর ১৩ মার্চ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। এই দুই গ্রহের রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে শুক্র আর মঙ্গলের বিশেষ গুরুত্ব রয়েছে, সেই জায়গা থেকে এই রাশি পরিবর্তন বেশ কার্যকরি। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে লাভবান হতে চলেছে।
1/7জ্যোতিষশাস্ত্রমতে, প্রতিটি গ্রহেরই রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। প্রতিটি গ্রহের রাশি পরিবর্তনের ফলে একাধিক লাভ দেখা যায় বহু রাশিতে। মার্চ মাসেও রয়েছে বড়সড় রাশি পরিবর্তন। তারফলে একাধিক রাশি লাভবান হতে চলেছে মার্চ মাসে। দেখে নেওয়া যাক মার্চ মাসে কোন কোন রাশি লাভবান হবে।
2/7১২ মার্চ ইতিমধ্যেই শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে, আর ১৩ মার্চ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে। এই দুই গ্রহের রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে শুক্র আর মঙ্গলের বিশেষ গুরুত্ব রয়েছে, সেই জায়গা থেকে এই রাশি পরিবর্তন বেশ কার্যকরি। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এরফলে লাভবান হতে চলেছে।
3/7মেষ- মায়ের সান্নিধ্যে সহযোগিতা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও চাকরির সাক্ষাৎকার থাকলে তাতে দারুণ ভালো ফল হবে। ঘর পরিবারে ধর্মসংক্রান্ত অনুষ্ঠান হবে। গাড়ি কিনতে পারেন। দাম্পত্য সুখ বাড়বে। লেখালিখি থেকে কোনও আয় আসলে তা শুভ ফল দেবে।
4/7বৃষ- সম্পত্তির পরিমাণ বাড়বে। মায়ের থেকে কোনও সম্পত্তি পেতে পারেন। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন সুখময় হবে। সম্পত্তিতে বাড়বে আয়। সন্তানের তরফে সুখকর কোনও খবর পাবেন। আয় বাড়বে। অফিসে অফিসারদের সহযোগতা পাবেন। গাড়ি কিনতে পারেন।
5/7মিথুন- আত্মবিশ্বাস বাড়বে। পরিবারে ধার্মিক কাজকর্ম হবে। সন্তান সুখ বাড়বে। বিদেশে থাকার সম্ভাবনা বাড়ছে। চাকরিতে কর্মস্থলে পরিবর্তনের যোগ। মনে শান্তি ও প্রসন্নতা থাকবে। মায়ের দিক থেকে কোনও বয়স্ক মহিলার থেকে পেতে পারেন লাভ। আসতে পরে সম্পত্তির অংশ। চাকরি ক্ষেত্রেও সুখের সময় রয়েছে।
6/7বৃশ্চিক- মনে শান্তি ও প্রসন্নতার ভাব থাকবে। শিক্ষাগত ক্ষেত্রে সুখকর পরিাম পাবেন। কোনও দূরবর্তী স্থানে যেতে পারেন আজ। চাকরিতে অফিসারদের সহযোগিতা পাবেন। উন্নতির রাস্তা তৈরি হবে। আয়ে হবে বৃদ্ধি। সঞ্চিত ধন সম্পত্তি বাড়বে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
7/7ধনু- বাড়িগাড়ি পেতে পারেন এই সময়। পঠন পাঠনের দিক থেকে এই সময়কাল ভালো কাটবে। শিক্ষা সম্পর্কিত কাজে উন্নতি। মা বাবার সহযোগিতা পাবেন। আয়ে কমতি ও খরচায় বৃদ্ধি হতে পারে। চাকরিতে উন্নতির যোগ তৈরি হবে। ধার্মিক কোনও যাত্রায় যেতে পারেন। (এই প্রতিবেদনের মান্যতাধর্মী। সত্যতার দাবি করেন হিন্দুস্তান টাইমস বাংলা। )