জ্যোতিষশাস্ত্র অনুসারে, ধনবৈভবের দাতা শুক্রের পরিস্থিতিতে বদল প্রতিটি রাশির জাতক জাতিকার ওপর প্রভাব ফেলতে শুরু করবে। শুক্র একটা নির্দিষ্ট সময়ের পর নিজের অবস্থান পাল্টায়। কখনও সে রাশি পরিবর্তন করে, আবার কখনও সে নক্ষত্র পরিবর্তন করে। আসন্ন সময়ে শুক্র নক্ষত্র পরিবর্তন করতে শুরু করবে। ১১ ডিসেম্বর, অর্থাৎ বুধবারদিন শুক্র নিজের নক্ষত্র পরিবর্তন করতে আরম্ভ করবেন। এরফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন।
শুক্রের এই নক্ষত্র গোচরের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। ১১ ডিসেম্বর ৩ টে ২৭ মিনিটে শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করবেন শুক্র। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। আকাশ মণ্ডলের ২৭ টি নক্ষত্রের মধ্যে ২২ তম নক্ষত্র হল হলেন শ্রাবণ। আর সেই নক্ষত্রেই গোচর করেছেন শুক্র। এই নক্ষত্রও চন্দ্র ও বিষ্ণু দ্বারা শাসিত হয়।
মকর
এই সময় সব ক্ষেত্রে তুঙ্গে থাকবে সাফল্য। সুখ সুবিধা আরও বৃদ্ধি পাবে। বাস্তব সুখের প্রাপ্তি হবে এই সময়। কেরিয়ারের দিক থেকে খুবই লাভ পাবেন। আপনার কাজের প্রশংসা সব দিক থেকে হবে। কেরিয়ারের দিক থেকেও বিভিন্ন দিক থেকে হবে লাভ। ব্যবসায় উন্নতি রয়েছে, চাকরিতে নতুন সুযোগ রয়েছে। পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। চাকরিতে বিশেষ সুযোগ আসবে। ব্যবসায় আপনার বিনিয়োগ সুফল দেবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।
ধনু
এই রাশিতে শুক্র দ্বিতীয়ভাবে থাকবেন। সফরের জেরে বহু ধনলাভ হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে চলেছে। চাকরিতে কোনও চাপ অনুভব করতে পারেন। এই রাশির জাতক জাতিকারা নতুন চাকরির অফারও পেতে পারেন। ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবসায় কড়া মোকাবিলা হবে। এই সময় বহু ধনলাভ হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। তবে বেকার খরচা বাড়বে। আপনি ঋণ নিতে পারেন।
বৃষ
শুক্র, শ্রাবণ নক্ষত্রে প্রবেশ করে বহু রাশির জাতক জাতিকাকে সুফল দেবেন। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। তীর্থস্থলের যাত্রা করতে পারেন। ব্যবসার সূত্রে কোথাও যেতে পারেন। আপনার লাভ এই সময় হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। দাম্পত্য জীবন, প্রেম জীবন নিয়ে সতর্ক থাকুন। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )