জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্র হলেন, ধন, বৈভবের কারক। ভৌতিক সুখ, কিম্বা বৈবাহিক সুখ, এই সমস্ত দিক থেকে শুক্রের মাহাত্ম্য রয়েছে। কুম্ভ রাশির স্বামী হলেন শনিদেব। তার গোচরে সব রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। ডিসেম্বর মাসে কুম্ভে রাশিতে শুক্রের গোচর রয়েছে। এই গোচরের প্রভাব সব রাশিতে পড়তে পারে। তারফলে সৌভাগ্য ফিরে পেতে পারেন অনেকে। ডিসেম্বরে এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন। দেখা যাক, লাকি কারা।
বৃষ
এই সময় ব্যবসা থেকে শুরু করে কাজের দিক থেকে খুবই ভালো কাটবে সময়। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা পাবেন লাভ। কাজের দিক থেকে উন্নতি হবে। চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁদের জন্য সময় ভালো। আর্থিক দিক থেকে উন্নতি রয়েছে। আর্থিক পক্ষ ভালোই মজবুত হবে। ব্যবসায়ীদের সময় ভালো। ভালো টাকার লাভ হবে।
বৃশ্চিক
এই সময় বিলাসিতার নানান সুখ পাওয়া যায়। যাঁরা কর্মরত তাঁরা প্রমোশন পেতে পারেন। কোনও পৈতৃক সম্পত্তি থেকে ব্যাপক লাভ হবে। আপনার নানান ইচ্ছার পূরণ হবে। নতুন কোনও কাজে হাত দিতে পারবেন। জমি সংক্রান্ত কোনও লাভ পাবেন। নতুন কাজে সাফল্য পাবেন। জমি, বাড়ি সংক্রান্ত কোনও কাজ থাকলে তা সম্পন্ন হবে।
মেষ
শুক্রের গোচর আপনাদের জন্য লাভপ্রদ হবে। আয়ের দিক থেকে এই সময় খুবই ভালো হবে। এই সময় আপনার আয় হু হু করে বাড়বে। আয়ের নতুন নতুন রাস্তা বের হবে। চাকরিতে প্রমোশনের যোগ তৈরি হবে। ব্যবসার সঙ্গে জড়িত নানান দিক থেকে লাভ হবে। ব্যবসার সঙ্গে জড়িতদের বহু দিক থেকে হবে লাভ।
এই তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে প্রবল উন্নয়ন শুরু হচ্ছে ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে। আর এই ভালো সময় চলবে, ২০২৫ সালেও। ফলে মকরে শুক্রের প্রবেশের ফলে এই তিন রাশির জাতক জাতিকারা মূলত আর্থিক দিক থেকে বিপুল ধনসম্পত্তির অধিকারী হবেন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)