আগামী ৩০ মে শুক্রের গোচর কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। বহু রাশির জাতক জাতিকাদের ভাগ্য এই গোচর শুভ সময় নিয়ে আসতে চলেছে। চন্দ্রের রাশি শুক্রের গোচরের ফলে ১২ রাশিতেই প্রভাব পড়বে। ৭ জুলাই পর্যন্ত এই সমস্ত রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
1/6জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধন বৈভব, প্রেম রোম্যান্স, আকর্ষণ, সৌন্দর্যের কারক শুক্র। কোষ্ঠীতে শুক্রের পরিস্থিতি যাঁদের ভালো, তাঁরা পেতে পারেন জীবনে বহু ধরনের সুখ, সমৃদ্ধি। শুক্রের আশীর্বাদ থাকলে সেই জাতক জাতিকার জীবনে আসতে পারে ধন, বৈভব, ঐশ্বর্য। এই গ্রহের আশীর্বাদে বিবাহিত জীবন ও প্রেম জীবনে তুঙ্গে থাকবে ভাগ্য। আর এই শুক্রের গোচর হতে চলেছে ৩০ মে।
2/6আগামী ৩০ মে শুক্রের গোচর কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। বহু রাশির জাতক জাতিকাদের ভাগ্য এই গোচর শুভ সময় নিয়ে আসতে চলেছে। চন্দ্রের রাশি শুক্রের গোচরের ফলে ১২ রাশিতেই প্রভাব পড়বে। ৭ জুলাই পর্যন্ত এই সমস্ত রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
3/6মেষ- মেষ রাশির জাতক জাতিকার জন্য শুক্রের গোচর খুবই লাভদায়ক হতে চলেছে। চাকরি ও ব্যবসার দিক থেকে এই রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখছেন। আয় বাড়বে। ধন লাভ হবে। পরিবারের সদস্যদের খুব খেয়াল রাখবেন এই সময়। ধন বৈভবের সঙ্গে জড়িত ক্ষেত্রে সুখ বাড়বে।
4/6কর্কট- শুক্রের গোচর ধনবর্ষণ করবে। আপনি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। টাকা কোথা থেকে আসতে আরম্ভ করবে ভাবতেও পারবেন না। আপনার সৌন্দর্য, ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে। চাকরি ও ব্যবসায় লাভ। পোশাক, গহনা কেনা কাটা বাড়বে।
5/6বৃশ্চিক- শুক্রের গোচরের দিক থেকে বহু ধরনের উপকার পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আপনার স্বভাবে দারুন ভালো কিছু পরিবর্তন দেখা যাবে। ধর্ম ও কর্মে রুচি বাড়বে। কোনও ধার্মিক যাত্রায় যেতে পারেন। নতুন কারোর সঙ্গে দেখা হতে পারে। জীবন ভালো হবে।
6/6মীন- মীন রাশির জাতক জাতিকারা ভালোবাসাময় জীবন পেতে চলেছে। আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। দাম্পত্য জীবনে বহু সুখ আপনারা পেচে থাকবেন। সন্তানের আগমনের বার্তা পাবেন। ঘর বাড়ি ঘিরে পদক্ষেপ হবে। চাকরিতে নতুন অফার পাবেন। ব্যবসায় বিস্তার হতে পারে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)