জ্যোতিষশাস্ত্রমতে ঐশ্বর্য, ধন, বৈভবের কারক হলেন শুক্র। একটি নির্ধারিত সময় পর পর শুক্র নিজের অবস্থান পাল্টায়, আরও চার পাঁচটা গ্রহের অবস্থানের মতো। রাশি পরিবর্তনই শুধু নয়। শুক্র, নিজের নক্ষত্র ও অবস্থানেরও পরিবর্তন করে থাকেন। আসন্ন সময়ে শুক্রের অস্ত হওয়ার কথা রয়েছে। আর তারপর রয়েছে শুক্রের উদয়। শুক্রের এই উদয় ও অস্তের প্রভাব মেষ থেকে মীন ১২ রাশিতে পড়তে থাকবে। কবে রয়েছে এই উদয় ও অস্ত? দেখে নেওয়া যাক। তার আগে দেখা যাক, শুক্রের এই অবস্থানের পরিবর্তনের ফলে শুক্রের অস্ত কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন, তাঁদের লিস্ট।
মেষ
শুক্রের প্রভাবে আর্থিক দিক থেকে বহু ক্ষেত্রে জয়ের স্বাদ পেতে পারেন অনেকে। আটকে থাকা টাকা অনেক সময়ই হাতে আসতে পারে। যাঁরা সিঙ্গল তাঁদের বিয়ের প্রস্তাব হাতে আসতে পারে। স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যেতে পারে। কোনও টাকা আটকে থাকলে, তা এই সময় হাতে আসতে পারে। কোথাও দীর্ঘ দূরত্বের কোনও জায়গায় যাত্রা করতে পারেন।
সিংহ
শুক্রের অস্ত, সিংহ রাশির অষ্টমভাবে হতে পারে। শুক্রের প্রভাবে আপনার জীবন ধনধান্যে ভরে উঠতে পারে। খুশির আগমন হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটতে পারে। এই সময় কোনও বিলাসী জিনিস কেনাকাটা করতে পারেন। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে।
বৃষ
বৃষ রাশির জন্য শুক্রের অস্ত হওয়া খুবই শুভ বলে মনে করা হচ্ছে। শুক্রের অস্তের জেরে মামাবাড়ির তরফে কোনও ভালো খবর আনতে পারে। ব্যবসায়িক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আইনি মামলায় সাফল্য পেতে পারেন। শত্রুর ওপর দাপট ধরে রাখতে পারবেন। আর্থিক দিক থেকে কোনও জটিলতা তৈরি হলে, তার থেকে মুক্তি পেতে পারেন। ধনসম্পত্তির আগমন হবে, সুখের কোনও খবর পাবেন।
শুক্রের অস্ত ও উদয় কবে?
শুক্র অস্ত যাবেন, ১৯ মার্চ ২০২৫ সালের সন্ধ্য ৭ টায়। আর ২৩ মার্চ ২০২৫ সালে ২০২৫ সালের ভোর ৫ টা ৫২ মিনিটে শুক্র উদিত হবেন। মার্চে শুক্র ৪ দিনের জন্য অস্ত যাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)