জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রদেব হলেন, বৈভব, বিলাসিতা, ধন সম্পত্তির কারক। শুক্রদেবের অবস্থান বহু রাশির জাতক জাতিকার জন্য বেশ গুরুত্বপূর্ণ। শুক্রের চাল মাঝে মাঝেই বদলে যায়। যার প্রভাব সমস্ত রাশিতে পড়তে থাকে। এবার শুক্র গ্রহ, নিজের উচ্চ রাশি মীনে উদয় হবেন। যার ফলে বহু রাশির ভাগ্যে তুমুল উন্নতির রাস্তা খুলে যাবে। চলতি বছরের মার্চে রয়েছে শুক্রের উদয়। তাতে লাভবান কারা? দেখে নিন।
কুম্ভ
হঠাৎ করে হাতে আসতে থাকবে টাকা। শুক্র গ্রহ আপনার রাশিতে ধন আর বাণীর ভাবে রয়েছে। যার ফলে আপনার সময় সময়ে আকস্মিক ধনলাভ হবে। আপনার ব্যক্তিত্বে খুবই উজ্জ্বলতা আসবে। চাকরিরতদের কোনও পদোন্নতি হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বেশি কিছু নিয়ে ভাবনা চিন্তা বা টেনশন করবেন না। মন ভালো থাকবে। পার্টনারের সঙ্গ পাবেন। আপনার কথার প্রভাব বাড়বে। যাতে মন ভালো থাকবে।
( মাধ্যমিকে গাইডলাইন মেনে না চললে হতে পারে শাস্তি? পর্ষদের বার্তায় বিতর্ক-Report)
ধনু
শুক্র গ্রহে ধনু উদয়ের ফলে তা এই রাশির জাতক জাতিকার জন্য অনুকূল হতে পারে। নানান ধরনের ভৌতিক সুখের প্রাপ্তি হবে। আপনার গাড়ি, বাড়ি, সম্পত্তি কেনার সময় শুরু হবে। বহু দিন ধরে যে কাজ পূরণ হয়নি, সেই কাজ এবার পূরণ হবে। কেরিয়ারের দিক থেকে বেশ কিছু সাফল্য আসবে। রিয়েল এস্টেট প্রপার্টি সম্পর্কিত ক্ষেত্রে যাঁরা কর্মরত, তাঁরা পাবেন লাভ।
মিথুন
শুক্রের উদয়, মিথুন রাশির জন্য বেশ ফলদায়ী। শুক্রদেব, আপনার গোচর কুণ্ডলীতে কেরিয়ারের স্থানে উদিত হবেন। আপনার কাজের দিক থেকে এই সময় উন্নতি দেখা যাবে। যাঁরা বেকার, তাঁরা পাবেন বিপুল লাভ। ব্যক্তিগত দিক থেকে আপনার সম্পর্কগুলি আগের থেকে আরও ভালো হবে। চাকরিরতদের উন্নতি হবেই। ঘর পরিবারে খুশি, আনন্দের একটি রেশ থাকবে। ব্যবসায় উন্নতি দেখা যাবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)