বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এক একটি রাশিতে অবস্থান করে। তার প্রভাব সমস্ত রাশিতে পড়তে থাকে। সদ্যই শুক্রদেব নক্ষত্র পরিবর্তন করেছেন। সুখ ও বৈভবের স্বামী শুক্র, শতভিষা নক্ষত্র থেকে বেরিয়ে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন। তার প্রভাব সমস্ত রাশিতে পড়ছে। আর সেই প্রভাব আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। এমনই বলছে, জ্যোতিষমতের গণনা। দেখা যাক, শুক্রের এই নক্ষত্র গোচরের ফলে কারা কারা লাকি হতে চলেছেন।
মীন
শুক্রের নক্ষত্র পরিবর্তন আপনাদের জন্য খুবই লাভপ্রদ। এই সময় আপনাদের ব্যক্তিত্বে আরও উজ্জ্বলতা আসবে। ব্যবসায় আসবে মুনাফা। বিনিয়োগ থেকে লাভ হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। নতুন চাকরির অফার পেতে থাকবেন। আরেকটি রোজগারের কোনও উৎসের সন্ধান পাবেন। কোনও পরীক্ষায় সাফল্য পেতে পারেন। অবিবাহিত জাতক জাতিকাদের জন্য বিয়ের যোগ তৈরি হবে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনার কল্পিত কোনও প্রকল্পে পেতে পারেন লাভ।
( Malavya Rajyog: শুক্রের উদয়ে তৈরি হতে চলেছে মালব্য রাজযোগ! টাকাকড়িতে বিপুল লাভ ৩ রাশির, লাকি কারা?)
বৃষ
আপনার সাহস আর পরাক্রমে বৃদ্ধি দেখা যাবে। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁদের চাকরি হতে পারে। কোথাও চাকরি হয়েও যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। প্রেমের সম্পর্ক মজবুত হবে। পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে। কোনও প্রভাবশালীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। কাজের সূত্রে কোথাও যাত্রা করতে পারে।
তুলা
শুক্র গ্রহের নক্ষত্র পরিবর্তন লাভপ্রদ হতে পারে। কোনও বিলাসী জিনিস কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। প্রেমের সম্পর্ক ভালোর দিকে যাবে। এই সময় নানান বিলসী জিনিসের প্রাপ্তি হবে আপনার। দৈনিক আয়ে বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের জন্য ভালো অর্ডার আসবে। ব্যবসায়ীরা ভালো টাকা রোজগার করতে পারবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)