জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। সেই শুক্র গ্রহই এবার আগামী মাসে তার চালে বদল আনতে চলেছেন। তারফলে কিছু রাশির ভাগ্যে পরিবর্তন দেখা যাবে। ধন, সম্পত্তি বৈভব, ঐশ্বর্যের কারক শুক্র, ফেব্রুয়ারি মাসের এক শনিবার উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। যার ফলে কিছু রাশি লাভের মুখ দেখতে চলেছে। কেরিয়ার আর ব্যবসার দিক থেকে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। তাতে বিশেষ ৩ রাশি লাভের চূড়ায় বসবেন। কারা লাকি দেখে নিন।
মকর
এই সময় আপনি হঠাৎ করে করে আকস্মিক ধনলাভ করবেন। তাতে আপনার ভাগ্যে উন্নতি তুঙ্গে থাকবে। আপনার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা দেখা যাবে। নতুন কোনও কাজ করার ইচ্ছা তৈরি হবে। সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। মন ভালো থাকবে। উন্নতির বহু সুযোগ আসবে। কোনও গাড়ি, সম্পত্তি কেনার সুযোগ পেতে পারেন। পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
কুম্ভ
শুক্রের এই চালে কুম্ভ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বহু বিলাসী জিনিস এই সময় কিনতে পারেন। চাকরিতে টাকা পয়সা বৃদ্ধির যোগ দেখা যাবে। প্রমোশনের যোগ তৈরি হতে পারে। চাকরিতে টাকা পয়সা বা বেতন বৃদ্ধির যোগ তৈরি হতে পারে। ধন সম্পত্তি বাড়তে পারে। সম্পর্ক ভালোর দিকে যাবে। সঙ্গীর সঙ্গে রোম্যান্স বাড়বে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। সময়ে সময়ে আপনার মান সম্মান বাড়তে পারে।
বৃষ
শুক্রের নক্ষত্র পরিবর্তন বেশ লাভদায়ী। এই সময় ধনবৃদ্ধির যোগ তৈরি হবে। আত্মবিশ্বাস বাড়বে। যাঁরা কর্মহীন, তাঁরা যদি চাকরির খোঁজ করেন, তাহলে এখন ভালো সময়। ব্যবসায়ীদের জন্যও টাকা রোজগারের ভালো সুযোগ রয়েছে। এই সময় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। পরিবারে খুশি, আনন্দের পরিস্থিতি তৈরি হবে। সুখ সুবিধা পাবেন আর তার ফল পাবেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
কবে রয়েছে শুক্রের রাশি পরিবর্তন?
১ ফেব্রুয়ারি, শনিবার সকাল ৮ টা ৩৭ মিনিটে শুক্র উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন। তারফলে বহু রাশির জীবনে প্রভাব পড়বে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচা করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )