বি-টাউনের নজরকাড়া দম্পতি কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রাকে মঙ্গলবার উইম্বলডন ২০২৪-এ কোয়ার্টার-ফাইনাল দেখতে মাঠে দেখা গিয়েছে। টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল দেখার সময় দম্পতিকে একসঙ্গে দারুণ দেখাচ্ছিল।
তারকা দম্পতির ম্যাচ উপভোগ করার বেশ কয়েকটি ঝলক অনলাইনে প্রকাশ্যে এসেছে। মাঠে কিয়ারার পরনে ছিল একটি হালকা নীল রঙের কোর্ট ও টাউজার যার মধ্যে কালো রঙের বডার দিয়ে কাজ করা ছিল। খুব হালকা করে, একেবারে নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী, তাঁর চুল খোলা ছিল। সব মিলিয়ে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল নায়িকাকে। অন্যদিকে, সিদ্ধার্থের পরনে ছিল সাদা স্যুট ও নীল ডোরাকাটা শার্ট, সঙ্গে টাইও পরেছিলেন অভিনেতা। তবে আরও একটি জিনিস নজর কেড়েছিল, তা হল নায়কের হাতে ধরা ছাতা।
আরও পড়ুন: বড়ে মিঁয়া-র ব্যর্থতা অতীত! বক্স অফিস কাঁপাতে তৈরি ‘সরফিরা’ অক্ষয়, স্ক্রিনিংয়ে হাসিমুখে পোজ টিমের
তাঁদের একসঙ্গে গল্প করতেও দেখা গিয়েছিল। দম্পতির মুখে সব সময় হাসি লেগেছিল। মাঠে তাঁদের ঝলক এক্স-এ স্টার স্পোর্টস শেয়ার করে লেখে, 'সেন্টার কোর্টে স্টার পাওয়ার! কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা আমাদের সঙ্গে কোয়ার্টার-ফাইনালের যোগ দিয়েছেন এবং রইল তারকা দম্পতির কিছু ঝলক। তাঁদের এই গ্ল্যামারস মুহূর্ত একদম মিস করবেন না।'
ভক্তদের মধ্যে উন্মাদনা
উইম্বলডনে কিয়ারা এবং সিদ্ধার্থের উপস্থিতি তাঁদের ভক্তদের উন্মাদনাকে আরও দ্বিগুণ করে দিয়েছিল। অনেকেই তাঁদের মনোভাব শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টও করেছিলেন। এক ভক্ত এক্স হ্যান্ডেলে লেখেন, 'কিয়ারা এবং সিদ্ধার্থকে একসঙ্গে খুব সুন্দর দেখাচ্ছে!' আর একজন লেখেন, 'সিদ্ধার্থকে খুব মার্জিত দেখাচ্ছে।' আর এক ভক্তের মতে, 'পাওয়ার কাপল।' অন্য একজন ভক্ত লেখেন, 'ওঁদের পোশাকগুলো আমার পছন্দ হয়েছে।' এক ভক্ত তাঁদের ছবি শেয়ার করে লিখেছেন, 'রয়্যাল অ্যান্ড পাওয়ার কাপল।' অন্যে একজন লেখেন, 'সুন্দরী কিয়ারা আডবানীকে মিষ্টি কিশোরীর মতো দেখাচ্ছে।'
প্রসঙ্গত, অভিনেতাদের সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল, বেশ ছিমছাম পোশাকে ধরা দিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: ইয়ালিনির জন্মের পর প্রথম, মহালয়ার ভোরে দুর্গা হয়ে ফিরছেন শুভশ্রী! কোন চ্যানেলে?
এদিনি 'স্টার স্পোর্টস'-কে সাক্ষাৎকার দেওয়ার সময় কিয়ারা আডবানি এবং সিদ্ধার্থ মালহোত্রাকে প্রশ্ন করা হয়, যদি এই একই সময় যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলত, তখন তাঁরা টেনিস না ক্রিকেট কোনটা বেছে নিতেন? সেই প্রশ্নের উত্তরে সিদ্ধার্থ বলেন, 'বেছে নেওয়াটা বেশ কঠিন, তবে ভারত যেহেতু ক্রিকেট বিশ্বকাপ খেলত তাই সেটাই হয়তো বেছে নিতাম, কারণ ভারত তো এই টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নেই। তবে আমার বিশ্বাস, ভারত খুব তাড়াতাড়ি টেনিসেও নিজের সেই জায়গা করে নেবে।' কিয়ারাও তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেন।
কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা সম্পর্কে
সিদ্ধার্থ এবং কিয়ারার প্রেমের গুঞ্জন ২০১৯ সাল থেকে ব্যাপকভাবে শুরু হয়েছিল। ধর্মা প্রোডাকশনের ব্যানারে 'শেরশাহ', যা কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার গল্প নিয়ে তৈরি হয়েছিল। সেই ছবি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছিল। কিন্তু কখনই কিয়ারা বা সিদ্ধার্থ তাঁদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। অবশেষে জানা যায় তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। তারপর রাজস্থানের জয়সলমীরে ৭ ফেব্রুয়ারি, ২০২৩ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।