থাইরয়েড নিয়ে সতর্ক থাকার কথা বিভিন্ন সময়ই জানিয়ে থাকেন ডাক্তাররা। শিশুদের ক্ষেত্রেও দেখা যায় এই রোগটি। যদি দেখেন শিশু ভীষণভাবে ঘুমিয়ে পড়ছে, আর একদম খেতে চাইছে না , তাহলে সতর্ক হতে থাকুন। হাইপোথািরয়েডের সমস্যা থাকলে শিশু সব সময়ই ঘুমের ঘোরে থাকবে। খুব ঘামবে, গরম লেগে যাবে। ঘুম নিয়ে হবে সমস্যা।
1/5বর্তমানে এমন কিছু রোগ, এমন একটা বয়সে শরীরে দানা বাঁধতে দেখা যাচ্ছে, বয়সের যে সময়টায় এমন রোগ হওয়ারই কথা নয়! প্রায়শই শোনা যায়, খুব কম বয়সে হার্ট অ্যাটাক, থাইরয়েডের মতো রোগ দানা বাঁধছে শরীরে। অনেকেরই এই ভুল ধারণা থাকে যে, কম বয়সেই থাইরয়েড দেখা যায়। শিশুদের মধ্যেও দেখা যায় থাইরয়েড। কোন কোন লক্ষণ দেখে, তা চেনা যাবে, সেদিকে নজর দেওয়া যাক।
2/5সন্তান ধারণের প্রাথমিক পর্যায়ে এই থাইরয়েড গ্রন্থিটি কাজ করা শুরু করে দেয়। বহু শিশুর তাই জন্ম থেকেই থাইরয়েডের সমস্যা দেখা যায়। এক্ষেত্রে সন্তানদের থাইরয়েড গ্রন্থী পরিণত হয় না। অনেক ক্ষেত্রেই এটি বংশানুক্রমিক, আবার অনেক সময় আয়োডিনের অভাবে বা কোনও বিশেষ ওষুধের প্রতিক্রিয়ায় এমনটা হতে পারে। দেখে নেওয়া যাক শিশুর মধ্যে কোন কোন লক্ষণ দেখলে বোঝা যায় যে তার থাইরয়েডের সম্ভাবনা রয়েছে।
3/5নজর রাখুন ঘুম আর খাওয়ায়- যদি দেখেন শিশু ভীষণভাবে ঘুমিয়ে পড়ছে, আর একদম খেতে চাইছে না , তাহলে সতর্ক হতে থাকুন। হাইপোথািরয়েডের সমস্যা থাকলে শিশু সব সময়ই ঘুমের ঘোরে থাকবে। খুব ঘামবে, গরম লেগে যাবে। ঘুম নিয়ে হবে সমস্যা।
4/5ওজন- নজরে রাখতে হবে শিশুর ওজনকে। তা অস্বাভাবিক হারে বাড়তে থাকলে সতর্ক হোন। কিম্বা খিদের রয়েছে অথচ শিশু রোগা হয়ে যাচ্ছে দেখলেও সতর্ক হোন। হার্টরেট বাড়তে থাকলেও তা হবে। পেশীতে কম্পন অনুভূত হতে পারে। এছাড়াও জ্বর না থাকলেও শরীরে কাঁপুনিভাব আসতে পারে।
5/5অসুখ নির্ণয়- উপরোক্ত সব লক্ষণ হলেই কি কারোর থাইরয়েড হতে পারে? এই প্রশ্নকে সামনে রেখেই লক্ষণগুলি দেখলে আগে যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে। চিকিৎসকের পরামর্শে থাইরয়েড পরীক্ষার পরই সমস্তটা জানা যেতে পারে। ফলে এমন লক্ষণ দেখলে দুশ্চিন্তা করার থেকে বেশি জরুরি চিকিৎসকের পরামর্শের।